পুলী পিঠা শীতকালের অন্যতম একটি জনপ্রিয় পিঠা। আসলে পুলি পিঠা আমার খুবই প্রিয় একটি পিঠা।পুলি পিঠা রেসিপি বিভিন্ন জন মানুষ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তৈরি করে। আপনি একদম ভিন্ন পদ্ধতি অবলম্বন করে মজাদার পুলি পিঠা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি অসাধারণ হয়েছে আপু।
এই পিঠা সবসময়ই ভালো লাগে আমার