You are viewing a single comment's thread from:

RE: টাইটেলঃ এবিবি-ফান প্রশ্ন- ২৫৩ ||ঘুম থেকে উঠে দেখলেন স্টিমের প্রাইস ১০ ডলার হয়েছে তখন কি করবেন?

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

যদি স্টিমের প্রাইস টা ১০ ডলার হয় আর সর্বপ্রথম আমি আমার স্বপ্ন গুলি পূরণ করব। আমার খুব একটা স্বপ্ন একটা বাইক।এই বাইকের কারণে অনেক কথা শুনতে হয়েছে। জীবনে অনেক কষ্ট পেয়েছি তাদের মুখের ওপর জবাব দিব যে আমিও একটা মানুষ। আমার দ্বারা সম্ভব হয়েছে। এই প্ল্যাটফর্ম আমার বাংলা ব্লগ আমার পাশে ছিল।সবাইকে আমি মন খুলে বলতে পারব আমি একজন ব্লগার। আমি মাসে ৫০/৯০ হাজার ইনকাম করি। অনেক ভালো লাগবে এবং কিছু দরিদ্র মানুষদের সাহায্য করবো এবং আমার খুব একটা স্বপ্ন একটি মসজিদ বানাবো এবং মানুষের সেবা করে বেড়াবো। আমি একটি আয়োজন করব। সকল ব্লগারদের সব এক জায়গায় করব এবং অনেক স্বপ্ন আছে একটা লাইভ হ্যাংআউট পূর্ণ হবে।আমাদের প্রিয় শুভ ভাই ও এডমিন সকলে আমাদের বাস্তবে চোখের সামনে আলোচনা করবে। তখন যে মনের একটা প্রশান্তি পাবো আর সত্যিই অনেক সুখ