টাইটেলঃ এবিবি-ফান প্রশ্ন- ২৫৩ ||ঘুম থেকে উঠে দেখলেন স্টিমের প্রাইস ১০ ডলার হয়েছে তখন কি করবেন?

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ঘুম থেকে উঠে দেখলেন স্টিমের প্রাইস ১০ ডলার হয়েছে তখন কি করবেন?

প্রশ্নকারীঃ

@tangera

প্রশ্নকারীর অভিমতঃ

আসলে এই কয়েকটা দিন স্টিম এর প্রাইস দেখে খুব ভালো লাগছে। প্রাইস বাড়া দেখলে আসলেই অনেক ভালো লাগে।তাই এই প্রাইস নিয়ে একটি প্রশ্ন করে ফেললাম। এখন ঝটপট সবাই মজার মজার উত্তর দিয়ে দিন।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

আপু সত্যি সত্যি যদি এরকম হয় তাহলে তো আমি সাথে সাথে বিয়ে করে নেব! অনেকদিন ধরে গার্লফ্রেন্ড জ্বালাতন করছে বিয়ে করার জন্য কিন্তু টাকা পয়সার অভাবে বিয়ের কাজটা আর করে উঠতে পারছি না। সেজন্য যদি ঘুম থেকে উঠে এরকম ব্যাপার দেখি আমি তাহলে জমানো স্টিম বিক্রি করে এই বিয়ের কাজটা সেরে ফেলতে চাই ।🤭🤭🤭

 2 years ago 

অবশ্যই দাদা আপনার বৈবাহিক জীবন সুখের হোক সেই কামনাই করি। স্টিম বিক্রি করে টাকা দিয়ে বিয়ে করলে বেশ ভালই হবে।

Posted using SteemPro Mobile

 last year 

হেহে🤭🤭🤣🤣 ধন্যবাদ ভাই আমার বৈবাহিক সুখের জীবন কামনা করার জন্য।

 2 years ago 

সর্বপ্রথম আলহামদুলিল্লাহ বলবো। এরপর হয়তোবা মনটা এত খুশি হয়ে যাবে যে সারাদিন অন্য কোনো কাজে মনে বসাতে পারবো না। আর সেই দিনে হয়তো বা ১০ মিনিট পর পরই চেক করব দাম কি কমলো নাকি সেরকমই আছে।

 2 years ago 

যখন দেখব স্টিমের দাম বেড়ে ১০ ডলার হয়ে গেছে তখন তো বিভিন্ন ধরনের প্লান করব। খুশিতে আত্মহারা হয়ে যাব। সবার সাথে শেয়ার করব বিষয় গুলো। খুশিতে লাফালাফি করবো। হাসবো নাকি কান্না করবো বুঝতেছিনা। খিদা লাগলে খাবো না খুশির কারণে। কোথায় কি করব সেটা আসলে নিজেও বুঝতে পারব না তখন।

 2 years ago (edited)

যদি স্টিমের প্রাইস টা ১০ ডলার হয় আর সর্বপ্রথম আমি আমার স্বপ্ন গুলি পূরণ করব। আমার খুব একটা স্বপ্ন একটা বাইক।এই বাইকের কারণে অনেক কথা শুনতে হয়েছে। জীবনে অনেক কষ্ট পেয়েছি তাদের মুখের ওপর জবাব দিব যে আমিও একটা মানুষ। আমার দ্বারা সম্ভব হয়েছে। এই প্ল্যাটফর্ম আমার বাংলা ব্লগ আমার পাশে ছিল।সবাইকে আমি মন খুলে বলতে পারব আমি একজন ব্লগার। আমি মাসে ৫০/৯০ হাজার ইনকাম করি। অনেক ভালো লাগবে এবং কিছু দরিদ্র মানুষদের সাহায্য করবো এবং আমার খুব একটা স্বপ্ন একটি মসজিদ বানাবো এবং মানুষের সেবা করে বেড়াবো। আমি একটি আয়োজন করব। সকল ব্লগারদের সব এক জায়গায় করব এবং অনেক স্বপ্ন আছে একটা লাইভ হ্যাংআউট পূর্ণ হবে।আমাদের প্রিয় শুভ ভাই ও এডমিন সকলে আমাদের বাস্তবে চোখের সামনে আলোচনা করবে। তখন যে মনের একটা প্রশান্তি পাবো আর সত্যিই অনেক সুখ

 2 years ago 

ঘুম থেকে উঠে যদি দেখি স্টিমের দাম বেড়ে গিয়ে ১০ ডলার হয়েছে তাহলে সবার আগে দেখতে হবে এখনো কি স্টিম বিক্রি করার মতো আছে কিনা। কারন তার আগের রাতেই সবগুলো স্টিম কম দামে সেল হয়ে যাবে৷ আর তখন শুধু হাসতে হাসতে পাগল হতে হবে৷

 2 years ago 

তাহলে আর কি করবো হাততালি দেওয়া ছাড়া উপায় নেই।কারণ ঘুম যাওয়ার আগেই সব সেল করে দিয়েছি, ঘুম থেকে উঠে ১০০ ডলার দেখেও কি লাভ হবে। 🤣🤣

 2 years ago 

স্টিমের দাম বেড়ে গেলেই আমার পরিচিত যারা আছে তাদের সাথে হিসাব নিকাশে বসে যাই আর ওয়ালেটে ঢুকি বার বার স্টিম হারিয়ে গেল না তো।সেটাই করবো আবার ১০ ডলার হলে।😜

 2 years ago 

বন্ধু পরের ওয়ালেটে উকি মারা বাদ দাও। যাইহোক স্টিম ১০ ডলার হলে বিয়েটা অবশ্যই সেরে ফেলবা। সবাইকে দাওয়াত দিবা কিন্তু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

তখন আনন্দে নেচে উঠার বদলে মুখ চেপে ধরবো।কারন আশেপাশের মানুষ জেনে গেলে আবার ডাকাতি হতে পারে।☺️☺️

 2 years ago 

ঘুম থেকে উঠে দেখলেন স্টিমের প্রাইস ১০ ডলার হয়েছে তখন কি করবেন?

চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে। এমন একটা গান আছে সেই গানটি শুধু গাইবো আপু তা ছাড়া আর কি করবো।

 2 years ago 

তাইলে গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বলবো, তোর বাবাকে বিয়ে দিতে রেড়ি থাকতে বল। বড়লোকের ছেলে জামাই হয়ে আসতাছে।

Posted using SteemPro Mobile