একই ডিজাইন এর ফিরনি সেট আমাদের এইদিকেও দেখেছিলাম। ভালো লেগেছিলো খুব। তবে কিনেছিলাম অন্য ডিজাইনের। কিন্তু এই ডিজাইনটাও আমার পছন্দ হয়েছিলো। আব্বু আম্মুর অন্য ডিজাইন পছন্দ দেখে অন্যটাই নেয়। আপনি এই ডিজাইন এর ফিরনি সেট কিনেছেন দেখে ভালো লাগলো। ঈদ এ মেহমান আসলে কাজে দিবে।