ফিরনি সেট কিনার মূহুর্ত
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্টঃ
ফিরনি সেট কিনার মূহুর্ত
বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে ঈদ বলে কথা। আশাকরি সবাই অনেক ভালো ভাবে ঈদ উর্যাপন করেছেন।আমি ঈদের কয়েক দিন আগে গিয়েছিলাম ফিরনি সেট কিনার জন্য। সত্যি প্রতি ঈদে আমার কাছে মনে হয় একটা নতুন কিছু না কিনলে ভালো লাগে না। তাই সব সময় চেষ্টা করি ঈদের সময় সংসারের টুকিটাকি কিছু কিনার জন্য। আসলে এমনি দিনে যতই কিছু কিনতে চাই কিন্তু কিনা হয় না। আর ঈদ আসলে সত্যি কিছু না কিছু কিনা হয়ে যায়।
আমরা যেহেতু রোজার ভিতরে গিয়েছিলাম তাই অনেক ভীর ও গরম। আসলে আমি আগে অনেক কিছু কিনেছি। তাই ফিরনি সেট কিনার ঘুরার মত তেমন সময় ছিল না। আমি বেশির ভাগ সময় বাবুল স্টোর থেকে কোকারিজ জিনিস গুলো কিনে থাকি।সেই দিন ও বাবুর স্টোর এ কিনতে গিয়েছিলাম কিন্তু দোকানদার ছিল না।তারপর তার কর্মচারি বলল আপু একটু বসুন এখনি চলে আসবে।তখন আমার বসার মত কোন সুযোগ ছিল না বলেই চলে গেলাম । এদিকে গরম অন্য দিকে বাসায় গিয়ে ইফতারি বানাতে হবে।দুটি মিলে বেশ ঝামেলায় পড়লাম।তাই আমি বসে না থেকে চলে গেলাম অন্য দোকানে।
তারপর আরেক দোকানে এসে বসে রইলাম। দোকানদার আমাকে দেখাতে লাগল।আমি যেহেতু ফিরনি সেট বাদে ঘর মোছার লাঠি, মেয়ের জন্য মাম পট, চা ছেকনি ইত্যাদি কিনব। তবে আমরা দোকানে বসার সাথে সাথে বিদ্যুৎ চলে গেল। তারপর জেনারেটর চালিয়ে দিল আমি কিছু জিনিস পত্র পছন্দ করে রাখলাম।তারপর দোকানদার ভাইয়ের কাছে কিছু জিনিস কিনে রেখে আমি আবার গিয়েছি অন্য দোকানে।
তারপর আমরা আরো টুকিটাকি কিছু জিনিস কিনে নিয়ে আবার ফিরনি সেট কিনার দোকানে এসেছি।তারপর ফিরনি সেট কিনার দোকানে এসে বসলাম। মেয়েরা আবার অন্য কিছু নিল সেই দোকান থেকে।তাদের স্কুলের জন্য মাম পট কিনল। । আসলে আগে থেকে সেট গুলোর দাম বেশি। তবে সেটটি আমার অনেক পছন্দ হয়েছে। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।সব কিছু মিলে বেশ ভালো সময় কাটিয়েছি।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | LGK30 |
লোকেসন | লিংক |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।
ফিরনি সেট কেনার অনুভূতিটা আপনি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত লিখে শেয়ার করেছেন। যা দেখে সত্যি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনি যে ফিরনি সেট কিনেছেন সেটা খুবই সুন্দর দেখতে। যাইহোক সব মিলিয়ে অসাধারণ একটা পোস্ট ছিল আপনার আজকের।
আপু আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।
আপনি তো ঈদের আগে বেশ ভালোই কেনাকাটা করেছিলেন। আপনি প্রত্যেক বার নতুন নতুন জিনিস পত্র কিনে থাকেন ঈদের সময় আসলে এটা জেনে খুবই ভালো লাগলো। আপনার বাচ্চারা তো দেখছি তাদের স্কুলের জন্য মাম পট কিনেছিল। খুবই সুন্দর ভাবে ফিরনি কেনার অনুভূতিটা শেয়ার করেছেন। ভালো লাগলো দেখে এবং পড়ে।
জি ভাইয়া বাচ্চারা মাম পট গুলো অনেক পছন্দ করে, আমার পোস্ট আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।
ফিরনি সেট গুলো খুবই কাজে দেয়।বাড়িতে অতিথি আসলে ফিরনি হোক বা সেমাই হোক পরিবেশন করতে খুবই সুবিধা হয়।আপু আপনি ফিরনি সেট কেনার অনুভূতি গুলো খুব সুন্দর করে শেয়ার করেছেন যা পড়ে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপু।
জি আপু ফিরনি সেট গুলো সত্যি অনেক কাজে দেয়, ধন্যবাদ আপু।
একই ডিজাইন এর ফিরনি সেট আমাদের এইদিকেও দেখেছিলাম। ভালো লেগেছিলো খুব। তবে কিনেছিলাম অন্য ডিজাইনের। কিন্তু এই ডিজাইনটাও আমার পছন্দ হয়েছিলো। আব্বু আম্মুর অন্য ডিজাইন পছন্দ দেখে অন্যটাই নেয়। আপনি এই ডিজাইন এর ফিরনি সেট কিনেছেন দেখে ভালো লাগলো। ঈদ এ মেহমান আসলে কাজে দিবে।
ফিরনির সেট গুলো আমার অনেক ভালো লাগে আমারও কয়েকটি সেট আছে। আপনি ঠিক বলছেন আসলে সব সময় জিনিসগুলো কেনা হয় না ঈদ আসলে কিন্তু অনেক ভালো লাগে নতুন জিনিস কিনতে। অনেক গুলো কেনাকাটা করেছেন তবে ফিরনির সেট আমার কাছে অনেক সুন্দর লেগেছে আপু।
আপু ফিরনি সেট কিনার মূহুর্তটা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। আসলে কোন কিছু কিনার জন্য দোকানে গেলে কত কিছু যে কিনতে মন চাই তা বলে বুঝানো যাবে না। যেটা দেখি সেটাই ভাল লাগে। ধন্যবাদ আপু।
এটা একদম ঠিক বলেছেন দোকানে গেলে সব কিনতে মন চায়, তবে সমস্যা হলো টাকার। ধন্যবাদ আপনাকে।