গোটা সমাজ আমাদের পরিবার
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে গোটা সমাজ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আমরা যে সমাজে বসবাস করি সে সমাজে বিভিন্ন মানুষের সাথে আমাদের বিভিন্ন ধরনের সম্পর্ক গড়ে ওঠে। আসলে প্রাচীনকাল থেকে মানুষ একসঙ্গে দলবদ্ধ ভাবে বসবাস করতে করতে এই সমাজের সৃষ্টি করেছে। আসলে আপনি যদি সমাজবদ্ধ হয়ে বসবাস করেন তাহলে আপনার কিন্তু অনেক ধরনের সুযোগ-সুবিধা এই সমাজ থেকে সবসময় আপনাকে দিয়ে থাকে। কেননা বিভিন্ন ধরনের অসুবিধা রয়েছে যা মানুষের একার পক্ষে কিন্তু মোটেও সমাধান করা সম্ভব নয়। মানুষ একজন সামাজিক জীব।আর এই সামাজিক জীব হিসেবে মানুষের সমাজের প্রতি বিভিন্ন ধরনের দায়িত্ব কর্তব্য সব সময় থেকে যায়। আর আমাদের গোটা সমাজ কিন্তু আমাদের একটা বড় পরিবার। কেননা এই সমাজের লোক গুলো আমাদের বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে উপকার করে থাকে।
আপনারা একটা জিনিস সবসময় খেয়াল করে দেখেছেন যে এই যে সমাজে আমরা বসবাস করি এই সমাজের মানুষের কাছ থেকে আমরা সেই জন্মের পর থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করে আসছি। আসলে এইসব সুযোগ-সুবিধা গ্রহণ করার ফলে আমরা কিন্তু সমাজের মানুষের মতো মানুষ হতে পেরেছি এবং সমাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব সময় চেষ্টা করে যাচ্ছি। আসলে আমরা যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারি তাহলে কিন্তু আমাদের দেশের মাঝে আমাদের সমাজটাকে সব থেকে উচু জায়গায় নিয়ে যেতে পারবো। আসলে এতে করে কিন্তু সমাজের যারা বসবাস করে সবার গর্ব হয়ে উঠবো আমরা। তাইতো আমরা সব সময় চেষ্টা করবো যাতে করে সমাজের কোন মানুষের কোন রকম ক্ষতি না করে এবং তাদের উপকার করা।
আপনাদের বড় হওয়ার জন্য আপনার পরিবারের যতটুকু গুরুত্ব রয়েছে ঠিক ততটুকু গুরুত্ব সমাজের প্রতিটা লোকের মধ্যে রয়েছে। কেননা সমাজের প্রতিটা লোক যদি সমাজকে সুশৃংখল না রাখত তাহলে সেই সমাজে কেউ ভালো মানুষ কখনো বড় হয়ে উঠতে পারত না। কেননা একটা মানুষ অর্থাৎ একটা শিশু জীবনে বড় হওয়ার ক্ষেত্রে সমাজের অবদান অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা কোন একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে যদি একটা সুশৃংখল সমাজ পায় তাহলে সে সমাজ থেকে এই শৃঙ্খলতা শিখে এগিয়ে জীবনে বড় হওয়ার জন্য চেষ্টা করে। আসলে এভাবে আমরা কিন্তু আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য পুরোটাই আমাদের সমাজের উপরে নির্ভর করে করে ওঠে। আসলে এভাবে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি সমাজটাকে সামনের নিয়ে যাওয়ার জন্য তাহলে আমাদের সবাই জীবনে উন্নতি করবে।
তাইতো আমরা আমাদের এই পুরো সমাজটাকে একটা গোটা পরিবার হিসেবে বিবেচনা করে এই পরিবারের সাথে আমরা সবাই মিলেমিশে চলার চেষ্টা করব এবং পরিবারের যদি কেউ কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাহলে আমরা সবাই মিলে সেই সমস্যার সমাধান করব এবং যাতে করে পরবর্তীতে কোন ধরনের সমস্যা না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখব। কেননা সমাজ যদি পিছিয়ে দেয় তাহলে কিন্তু আমরা এই সমাজের মানুষের সাথে সাথে আমরা অনেকটা পিছিয়ে যাব। তাইতো আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমাদের সমাজের সবার যাতে মিলেমিশে বসবাস করতে পারে এবং কোন ধরনের কারো সাহায্যের দরকার হলে আমরা সবাই মিলে সেই ব্যক্তিকে সাহায্য করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর এর ফলে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে একটা বড় পরিবার হিসেবে বসবাস করবো।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।