ভালোবাসার আলাদা ভাষা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে ভাবলাম একটু ভালোবাসা নিয়ে আপনাদের সাথে কথা বলা যাক। কারণ ভালোবাসা এমন একটা ব্যাপার। যেটা আমরা সকলেই খুব বেশি পছন্দ করি। কিংবা আমরা সকলেই অনেক বেশি চাই। যদিও সবার জীবনে ভালোবাসা আসে না। কারণ কোনো মানুষের জীবনে যদি সে আসল ভালোবাসা পায়। তাহলে সে সত্যিই যেনো পৃথিবীতে থেকেই স্বর্গ লাভ করেছে। কারণ ভালোবাসার মতোন স্বর্গ সুখ এই পৃথিবীতে আর কোথাও নেই।

আমরা আসলে সব সময় মনে করি যে, যদি কেউ কাউকে ভালোবেসে থাকে। তাহলে সেটা আর ১০ জন মানুষের সামনে প্রকাশ করতে হয় কিংবা এমন কিছু। কিন্তু আমার মতামত যদি আপনারা শুনতে চান। তাহলে আমার মতে ভালোবাসলেই সব সময় আসলে আর দশজন মানুষকে দেখাতে হয় না। আমি নজর লাগার ব্যাপারে অনেক বিশ্বাসী। তাই আমার কাছে মনে হয়, ভালোবাসা অতিরিক্ত দেখালে নজর লেগে যায়।

আসলে আমার কাছে যেটা মনে হয়। সেটা হচ্ছে, যারা একে অপরকে ভালোবাসে তাদের মধ্যে এমন একটা আন্ডারস্ট্যান্ডিং এবং এমন একটা ভাষা থাকে। অর্থাৎ চোখের ভাষা থাকে। যেটা তারা শুধুমাত্র দুজনই পড়তে পারে। আর কেউই সেটা অনুধাবন কিংবা বিশ্লেষণ যাই বলি না কেনো। কোনোটাই করতে পারে না। তাই আমার কাছে মনে হয় যে, ভালোবাসার ভাষাটা বোধহয় অনেকটা আলাদা হয়।

যেটা হয়তো দশজন মানুষের সামনে বলা হয়। কিন্তু কেউ বুঝতে পারে না এবং বুঝা যায় ও না। এটাই হয়তো ভালোবাসা অর্থাৎ ভালোবাসায় সবকিছুই একটু গোপন থাকাই আমার কাছে পছন্দ এবং একটু আলাদা থাকাটাই আমার কাছে একটু পছন্দের। জানিনা আসলে অন্যদের কাছে কেমন লাগে। তবে আমি আমার অনুভূতিটা প্রকাশ করলাম।অর্থাৎ দুটো মানুষের মধ্যে যদি ভালোবাসা থাকে। তাহলে আসলে তাদের নিজেদের একটা মধ্যকার ভাষা থাকে। সেখানে আসলে আমাদের কারো প্রশ্ন করার প্রয়োজন নেই যে, তাদের ভালোবাসাটা কোথায় কিংবা তাদের ভালোবাসার আর দেখা যায় না কেনো।আমি আসলে এটাই বুঝাতে চেয়েছি।