শো-অফের বাহার

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের জীবনে আমরা যতো বেশি উন্নতি করছি। ততো বেশি আমাদের একটা ব্যাপার এর দিকে বেড়ে যাচ্ছে। সেটা হলো - শো অফ করা। অর্থাৎ প্রতিনিয়ত আমাদের জীবনের যেটা আমরা একেবারে বাধ্যতামূলক করে ফেলছি। সেটা হচ্ছে, কোনো কিছু নিয়ে মানুষকে দেখানো, মানুষের সামনে অনেক বড় করে জাহির করা কিংবা বলা চলে শো-অফ করা।

আর আমি এমন অনেক মানুষ পর্যন্ত দেখেছি। যারা আসলে শুধুমাত্র এই শো-অফ করার জন্য নিজের সর্বস্ব শেষ করে দেয় অর্থাৎ ধরুন আমার দশ টাকা খরচ করার ক্ষমতা রয়েছে। সেখানে আমি শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য, শো অফ করার জন্য এক লক্ষ টাকা খরচ করে ফেললাম। আপনার কাছে এই যে দশ টাকা আর এক লক্ষ টাকার তফাৎটা নিশ্চয়ই অনেক মনে হচ্ছে অনেক মানুষ সত্যিই কিন্তু তাই করে।

এই যে এই শো অফ এর বাহার কিংবা মানুষকে দেখানোর একটা প্রচেষ্টা। এটা আসলে আমাদের জীবনকে ধীরে ধীরে ক্ষতির দিকে নিয়ে যায়। কারণ একটা মানুষ যখন এই ব্যাপারটির সাথে মিশে যায় কিংবা নিজেকে মিশিয়ে ফেলে তখন সে আসলে এই বিষয়টি থেকে বেরিয়ে আসতে পারে না। অর্থাৎ তার কোনো কিছু না থাকলেও, তার শো অফ করতে হয়। সে কোনো কিছু না করলেও মানুষকে দেখাতে হয় যে সে করছে। আর এই শো অফ এর চক্করে পরে মানুষ নিজের সবকিছুই হারিয়ে ফেলে। আর তারা সবকিছু হারিয়ে ফেলার পরেও বুঝতে পারে না যে, তারা কেনো হারিয়েছে। তারা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য নিজের ক্ষতি করেছে। এই সবকিছুই তাদের অজানায় থেকে যায় কিংবা জেনেও তারা কখনো মানতে চায় না।

এই মানুষগুলোর জন্য আসলে আমার বেশ আফসোস লাগে। কারণ তারা নিজেরাই নিজেদের ক্ষতি করে এবং নিজেরাই সেটা বুঝতে পারে না ।

ABB.gif