You are viewing a single comment's thread from:
RE: জগদ্ধাত্রী পুজো ১৪২৯ : পূজা পরিক্রমা পর্ব ০৬ [অন্তিম পর্ব]
পুজো পরিক্রমার শেষ পর্বের ফটোগ্রাফি চমৎকার ছিল।এটা কিন্তু আশ্চর্যের বিষয় শুধুমাত্র বেত,কাগজ, বাঁশ,কাপড়,পাটের দড়ি দিয়ে প্যান্ডেল টি তৈরি করা হয়েছে।কিন্তু প্রধান উপকরণ বেত।আর সবকিছুই বেতের তৈরি।এটা কিন্তু দাদা ঠিক বলেছেন বাস্তবে যতটা সুন্দর লাগে ক্যামেরা তে অতটা সুন্দর দেখায় না।তবে বাস্তবে হয়তো এর থেকেও ভালো লাগতে পারে, স্বাভাবিক।কিন্তু অনেক ভালো লাগছে দেখতে ফটোগ্রাফি গুলো প্যান্ডেলের ।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য দাদা।