ভাইকে ঘড়ি উপহার||
আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।
আজকে বছরের শেষ দিন।আমাদের জীবন থেকে একটা বছর হারিয়ে গেল।জানুয়ারি স্বপ্ন দেখিয়েছিল ডিসেম্বর বাস্তবতা দেখালো।আমার ছেড়ে যাওয়া বছরটি নিয়ে খুব একটা অভিযোগ নেই।কারণ বিগত কয়েক বছর যাবৎ একই ধারাবাহিকতায় জীবনটা চলে যাচ্ছে।তাই প্রাপ্তি অপ্রাপ্তির খাতা উভয়েই শূন্য আমার।আজকে আপনাদের সাথে কি বিষয় নিয়ে লিখতে চলেছি সেটা নিশ্চয় এতক্ষণে পোস্টের টাইটেল দেখে কিছুটা আন্দাজ করতে পেরে গিয়েছেন বন্ধুরা।
এই বছরের শেষে ভাইকে ছোট্ট একটি উপহার দিয়েছি।তাই আপনাদের সাথে অনুভূতিগুলো শেয়ার করতে এসেছি।মেয়েরা আবার ছেলেদের সাজগোজের বিষয় সম্পর্কে জানেনা।আমারও এগুলো সম্পর্কে কোনো আইডিয়া নেই।তাই ভাই এর পছন্দেই কেনা হয়েছিল ঘড়িটি।
এই ঘড়িটি আবার স্মার্ট ঘড়ি।অন্য সাধারণ ঘড়ি গুলোর মতো না।এজন্যই একটু ঝামেলা লেগেছে আমার।ফোনের সাথে কানেক্ট করে নিতে হয় এই স্মার্ট ঘড়ি গুলো। তাও আবার আমার ফোনের সাথে কানেক্ট করা হয়েছে ।যদিও কোনো গুরুত্বপূর্ণ অ্যাপস এলাউ করিনি তারপরেও কিছু অ্যাপস এলাউ করতে হয়েছে।এই ঘড়ি নিয়ন্ত্রন করতে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস এর প্রয়োজন হয় এজন্য আরকি।
তো আমার ভাই এবার বলেছে তার সাথে ঝামেলা করলে স্কুল থেকে জ্বালাবে ফোন নিয়ন্ত্রণ করে।যেহেতু ঘড়ি দিয়ে ফোন নিয়ন্ত্রণ করা যায়।তো এখন এই স্মার্ট ঘড়ি উপহার দিয়েও একটা ঝামেলা হয়ে গেল তার সাথে হিসাব করে কথা বলতে হবে,হিহি।তো ভাই সবসময় কিপ্টে বলে আমাকে আর আমি নাকি টাকা খরচ করিনা।এখন পর্যন্ত ব্লগিং এর টাকা সেইভাবে উঠাইনি আর কাউকে কোনো উপহার ও দিই নি এজন্য।তাই নিজেকে কিপ্টে বলা থেকে বাঁচাতে ২৭০০ টাকার ঘড়িটি উপহার দেওয়া ইচ্ছাকৃতভাবে না আরকি, হিহি।
আপনারাও আবার আমাকে কিপ্টে ভাববেন না কিন্তু।আমি কিপ্টে না একদমই টাকা উড়ানোর ওস্তাদ ছিলাম কিছু বছর আগেও।বর্তমান একটু হিসাব করে চলতে চেষ্টা করি আরকি।আপনারাও কি নিজেকে কিপ্টে বলা থেকে বাঁচাতে উপহার দেন কাউকে?কমেন্টে জানাবেন কিন্তু বন্ধুরা।
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | রিয়েলমি ফাইভ আই |
---|---|
ফটোগ্রাফার | @rahnumanurdisha |
লোকেশন | ফরিদপুর |
Post by-@rahnumanurdisha
Date-31st December,2023
VOTE @bangla.witness as witness

OR
VOTE @bangla.witness as witness

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার ভাইকে ঘড়ি উপহার দেওয়ার কিছু মুহূর্ত। আপনি আপনার ভাইকে স্মার্ট ঘড়ি কিনে উপহার দিয়েছেন জানতে পেরে বেশ ভালো লাগলো। বোন হিসাবে আপনি বছরের শেষে ভাইকে দারুন একটা উপহার দিয়েছেন আপু । ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।
আজকে বছরে শেষ দিন উপলক্ষে আপনি আপনার ভাইয়াকে খুব সুন্দর একটি ঘড়ি উপহার দিয়েছেন এবং এ বিষয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
ভাইকে ঘড়ি উপহার দিয়েছেন দেখে ভীষণ ভালো লাগলো। আসলে উপহারটি অনেক সুন্দর ছিল। আপনি অনেক সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন বিষয়টি।
ধন্যবাদ ভাইয়া।
এটা ঠিক করেছেন ছেলেরা একটু স্মার্টওয়াচ বেশি পছন্দ করে, বছর শেষের দিন ভাইয়ার জন্য একটা ঘড়ি কিনেছেন আশা করি এটা খুবই পছন্দ হয়েছে তার।
জি তার পছন্দেই কেনা হয়েছে ঘড়ি।ধন্যবাদ ভাইয়া।
হারিয়ে যাওয়া সময় গুলো নিয়ে আফসোস করা সত্যিই অনেক বেশি বোকামি। তবুও আমার প্রত্যাশা করি হয়তো সামনের দিনগুলোতে আরো ভালো থাকবো। যাইহোক আপু আপনার ভাইকে ঘড়ি উপহার দিয়েছেন জেনে ভালো লাগলো।
জি আপু, ধন্যবাদ আপনাকে।
ঘড়িটা বেশ সুন্দর হয়েছে আপনার ভাই নিশ্চয় বেশ খুশি হয়েছে। না আপু আপনাকে কিপটা ভাবার কোন কারণই নাই আপনি অনেক ভালো মাঝেমধ্যে আমাদের কেউ গিফট দিবেন😃😃। আর হ্যাঁ এটা খুব ভালো হিসাব নিকাশ করে টাকা খরচ করা অনেক ভালো ব্যাপার।
হ্যা অবশ্যই,কেননা।ধন্যবাদ ভাইয়া।
আসলে আমি মনে করি যে সবসময়ই আমাদেরকে ভেবেচিন্তে খরচ করা উচিত কিন্তু তারপরেও এটা ছেলেদের ক্ষেত্রে কখনোই হয় না। বরাবরই আমাদের খরচের হাত অনেক বেশি কখন কিভাবে কোথায় খরচ হয়ে যায় বুঝতেই পারিনা। আপনাকে কিপটে বলব কিনা জানিনা তবে মনে হচ্ছে যে মিতব্যয়ী। যাইহোক ছোট ভাইকে স্মার্ট ওয়াচ গিফট করেছেন জেনে ভালো লাগলো। মাঝে মাঝে এরকম গিফট করা উচিত বলে আমি মনে করি,এতে করে কেউ আর কিপটে বলতে পারবে না হাহাহা।
হাহা আপনি তাহলে এরকম গিফট করবেন ঠিক আছে।ধন্যবাদ ভাইয়া।
কোন কিছু কাউকে না দিলে এমনটা তো শুনতে হয়ই আপু।আপনি হয়তো জানেন আমিও ব্লগিং এর টাকা তুলিনি তেমন।আর তাই আমার ও শুনতে হয়েছিল আপু।যাক ভাইয়াকে ঘড়িটা দিলেন।আশাকরি খুশি হয়েছে।আপনার অনুভূতি গুলো পড়ে ভীষন ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
জি আপু একদম ঠিক বলেছেন,ধন্যবাদ আপনাকে।
স্মার্ট ঘড়িটি খুবই সুন্দর। আপনার ভাইয়ের পছন্দ খুব ভালো। আপনার ভাই তো মনে হচ্ছে আপনাকে কিপ্টে বলেছে ঘড়ি পাওয়ার জন্যই😂। তবে আপনার ভাইয়ের কিন্তু লাভ ই হলো কিপ্টে বলাতে। এরপর ব্লগিং করে যা ইনকাম করবেন, সব টাকা দিয়ে আপনার ভাইকে কিছু না কিছু কিনে দিবেন। তাহলে আপনাকে আর কিপ্টে বলবে না। আর আপনার ভাইয়ের সাথে এখন থেকে হিসাব করে কথা বলবেন। কারণ ঘড়িটা কিন্তু আপনার মোবাইলের সাথেই কানেক্টেড। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো আপু। এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমিও কম যাই না কিন্তু ভাইয়া,ব্লুটুথ অফ করে রাখি😁😁।এটা ঠিক বলেছেন কিপ্টে বলেছে ঘড়ি পাওয়ার জন্যই।আমারই তো ভাই তাই ওর লাভ হলেও সমস্যা নাই আমার।তবে সব টাকা দেওয়া যাবেনা নিজের থাকতে হয় কিছু😁।