স্মার্ট ঘড়িটি খুবই সুন্দর। আপনার ভাইয়ের পছন্দ খুব ভালো। আপনার ভাই তো মনে হচ্ছে আপনাকে কিপ্টে বলেছে ঘড়ি পাওয়ার জন্যই😂। তবে আপনার ভাইয়ের কিন্তু লাভ ই হলো কিপ্টে বলাতে। এরপর ব্লগিং করে যা ইনকাম করবেন, সব টাকা দিয়ে আপনার ভাইকে কিছু না কিছু কিনে দিবেন। তাহলে আপনাকে আর কিপ্টে বলবে না। আর আপনার ভাইয়ের সাথে এখন থেকে হিসাব করে কথা বলবেন। কারণ ঘড়িটা কিন্তু আপনার মোবাইলের সাথেই কানেক্টেড। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো আপু। এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমিও কম যাই না কিন্তু ভাইয়া,ব্লুটুথ অফ করে রাখি😁😁।এটা ঠিক বলেছেন কিপ্টে বলেছে ঘড়ি পাওয়ার জন্যই।আমারই তো ভাই তাই ওর লাভ হলেও সমস্যা নাই আমার।তবে সব টাকা দেওয়া যাবেনা নিজের থাকতে হয় কিছু😁।