প্রথমে দেখতে পেলাম কানশিশা ফুলের ফটোগ্রাফি। কানিশিসা নাম শুনে আমি প্রথমে বুঝতেই পারিনি এটা কি। পরে আপনার বর্ণনা পড়ে জানতে পারলাম দ্বন্ডকলসের গাছকে কানশিশা বলা হয়। এগুলো সত্যি খুব পরিচিত উদ্ভিদ। আমাদের এদিকেও সকলে এটা খাদ্য হিসেবে ব্যবহার করে। প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ ভালো হয়েছে। আমাদের এদিকে এখন আর কানশিশা খুব একটা পাওয়া যায় না।
কানশশিশা ফুলের গাছের অঞ্চল ভেদে নানান নাম হয়ে থাকে।