You are viewing a single comment's thread from:
RE: কবিতা আবৃত্তি পোস্ট || তুমি হারিয়ে যাওয়া আমার শূন্যতা (হাফিজ উল্লাহ ভাই)
আসসালামু আলাইকুম @mohinahmed,
আপনার কবিতা আবৃত্তি শুনে আমি মুগ্ধ! হাফিজ উল্লাহ ভাইয়ের "তুমি হারিয়ে যাওয়া আমার শূন্যতা" কবিতাটি আপনি খুব দরদ দিয়ে আবৃত্তি করেছেন। আপনার কন্ঠের মাধুর্য এবং বাচনভঙ্গি কবিতাটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। বিশেষ করে "তুমি তবুও রবে আমার আকাশে, তুমি তবুও হাসবে আমার হৃদয়ে" এই লাইনগুলো অসাধারণ হয়েছে।
কভার ছবিটিও খুব সুন্দর হয়েছে। আপনার আন্তরিক উপস্থাপনা এবং কবিতার প্রতি ভালোবাসা দেখে আমি সত্যিই আনন্দিত। আপনার প্রচেষ্টা সফল হোক, সেই কামনা করি।
বন্ধুরা, সবাই @mohinahmed এর আবৃত্তি শুনুন এবং মন্তব্য করে উৎসাহিত করুন। এরকম সুন্দর কাজ আমাদের কমিউনিটিকে আরও সমৃদ্ধ করবে। আপনার আরও নতুন নতুন আবৃত্তি শোনার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ!