কবিতা আবৃত্তি পোস্ট || তুমি হারিয়ে যাওয়া আমার শূন্যতা (হাফিজ উল্লাহ ভাই)

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। একসময় বিখ্যাত কবিদের কবিতাই বেশি পড়া হতো। তবে এখন আমাদের কমিউনিটির অনেকের কবিতাই বেশি পড়া হয়। বিশেষ করে বড় দাদা, ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা বেশি পড়া হয়। যদিও বড় দাদা নিয়মিত কবিতা শেয়ার করেন না। তবে ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা নিয়মিত পড়া হয়।



JPEG_1752693421524.jpg

কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি


যাইহোক হাফিজ উল্লাহ ভাইয়ের প্রায় সব কবিতা আমার খুব ভালো লাগে। এই কবিতাটি গতকালকে হাফিজ উল্লাহ ভাইয়ের পোস্টের মাধ্যমে পড়া হয়েছে আমার। কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছিল আমার। সত্যি বলতে কবিতার প্রতিটি লাইন একেবারে মন ছুঁয়ে গিয়েছে। তাই আমি @hafizullah ভাইয়ের লেখা "তুমি হারিয়ে যাওয়া আমার শূন্যতা" কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যাইহোক আমি কবিতা আবৃত্তির লিংক নিচে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।

কবিতা : তুমি হারিয়ে যাওয়া আমার শূন্যতা
কবি : হাফিজ উল্লাহ ভাই
কবিতা আবৃত্তি : @mohinahmed



কবিতার লাইনগুলো নিম্নরূপ :


তোমাকে না পাওয়ার বেদনা
আজও যন্ত্রনা ছড়ায় হৃদয়ে,
তোমাকে ফের দেখার আকাংখা
আজও জাগ্রত আছে হৃদয়ে।
তুমি হারিয়ে যাওয়া আমার শূন্যতা
তুমি কল্পনায় ভাসা আমার অপূর্ণতা।

তোমাকে না বলা পংতিমালা
এখনো ছন্দ তোলে হৃদয়ে,
তোমারকে নিয়ে সাজানো আকাংখা
আজও জাগ্রত আছে ছন্দের আবেগে।
তুমি হারিয়ে যাওয়া আমার কবিতা
তুমি হৃদয়ের গভীরে ভাসা চঞ্চলতা।

তোমাতে তৈরী হওয়া সেই হতাশা
এখনো বিষন্নতা ছড়ায় হৃদয়ে,
তোমাতে সাজানো সেই রূপকথা
আজও নিঃশব্দে লুকায় আড়ালে,
তুমি ডুবে যাওয়া আমার বিমল চাঁদ
তুমি বিষাদে ব্যাপৃত বিলম্বিত রাত।

তোমাতে হয়তো নেই আমি
নেই আবেগে সাজানো সেই চাঁদ,
তোমাতে হয়তো হাসবে না নতুন প্রভাত
নেই ব্যাকুলতায় ভরা সেই রাত,
তুমি তবুও রবে আমার আকাশে
তুমি তবুও হাসবে আমার হৃদয়ে।

সোর্স



কবিতা আবৃত্তির লিংক👇👇


ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিকবিতা আবৃত্তি
আবৃত্তি@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ১৭.৭.২০২৫
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 4 days ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

আসসালামু আলাইকুম @mohinahmed,

আপনার কবিতা আবৃত্তি শুনে আমি মুগ্ধ! হাফিজ উল্লাহ ভাইয়ের "তুমি হারিয়ে যাওয়া আমার শূন্যতা" কবিতাটি আপনি খুব দরদ দিয়ে আবৃত্তি করেছেন। আপনার কন্ঠের মাধুর্য এবং বাচনভঙ্গি কবিতাটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। বিশেষ করে "তুমি তবুও রবে আমার আকাশে, তুমি তবুও হাসবে আমার হৃদয়ে" এই লাইনগুলো অসাধারণ হয়েছে।

কভার ছবিটিও খুব সুন্দর হয়েছে। আপনার আন্তরিক উপস্থাপনা এবং কবিতার প্রতি ভালোবাসা দেখে আমি সত্যিই আনন্দিত। আপনার প্রচেষ্টা সফল হোক, সেই কামনা করি।

বন্ধুরা, সবাই @mohinahmed এর আবৃত্তি শুনুন এবং মন্তব্য করে উৎসাহিত করুন। এরকম সুন্দর কাজ আমাদের কমিউনিটিকে আরও সমৃদ্ধ করবে। আপনার আরও নতুন নতুন আবৃত্তি শোনার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ!

 4 days ago 

আপনি খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করলেন। আর কবিতা লিখেছেন আমাদের হাফিজ ভাই এটা দেখে আরো ভালো লাগলো। কারণ হাফিজ ভাইয়ের লেখা কবিতা গুলো এমনিতেও খুব সুন্দর হয়। তাছাড়া সুন্দর একটি কবিতা আজকে আপনার মুখে শুনে আরো ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আবৃতি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 days ago 

হাফিজ উল্লাহ ভাইয়ের লেখা কবিতা গুলো আসলেই খুব সুন্দর হয়। এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 days ago 

অনেক ধন্যবাদ ভাই, সুন্দরভাবে কবিতাটি আবৃত্তি করার জন্য। সত্যি দারুণ লেগেছে আমার কাছে।

 2 days ago 

বেশ ভালো লাগলো আপনার কাছ থেকে এতো চমৎকার মন্তব্য পেয়ে। আপনার লেখা এই কবিতাটি সত্যিই খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ ভাই।