কেনাকাটা করার মূহুর্ত

in আমার বাংলা ব্লগ19 hours ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

কেনাকাটা করার মূহুর্ত

1000021227.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা কেনাকাটা পোস্ট নিয়ে। কিনতে আমরা সবাই অনেক ভালোবাসে। তবে টাকা না থাকলে কেনা যায় না। তবে প্রয়োজনীয় জিনিস একটু কষ্ট হলেও কিনতে হয়। আসলে আমাদের সংসারে প্রতি নিয়ত সব জিনিস এর প্রয়োজন হয়। তবে আমরা যতই কেনাকাটা করি না কেন তারপরেও অনেক কিছু কেনার থাকে।যাইহোক কয়েক দিন আগে আপনাদের ভাইয়ের সাথে গিয়েছিলাম সংসারের ছোটখাটো কিছু জিনিস কেনার জন্য। আসলে এই ছোটখাটো জিনিস গুলো আমার সব সময় কিনতে হয়। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000021223.jpg

যেহেতু শীতের সময় তাই আমার মেয়ে একটা টুপি কেনার জন্য গিয়েছে।যদিও টুপি কেনার মতো কোন ইচ্ছে ছিল না। আসলে বাচ্চারা টুপি পড়ে না তবে কেনার জন্য ব্যস্ত।অনেক গুলো টুপি রয়েছে তাই আর কিনতে চেয়েছিলাম না।কিন্তু সামনে যখন একটা দোকান পড়ে গিয়েছে তখন তো কিনতেই হবে।তবে এই দোকান গুলোর জিনিস তেমন ভালো না হলেও খারাপ নয়।যাইহোক তারপর ১৫০ টাকা দিয়ে একটা টুপি কিনে দিয়েছি।

1000021227.jpg

1000021232.jpg

1000021233.jpg

যেহেতু আপনাদের ভাইয়ের সাথে গিয়েছি। আসলে বেশির ভাগ সময় একা যায় আর একা গেলে আমার টাকা দিয়ে ও কিনতে হয়। আজ যেহেতু আপনার ভাই সাথে আছে তাই ভাবলাম অনেক কিছু কিনবো।যেহেতু আমি প্লাস্টিক ও মেলামাইন এর জিনিস গুলো কিনবো।তারজন্য আমি মেলামাইন এর দোকানে গিয়েছি।আসলে কিনতে ইচ্ছে করে অনেক কিছু তবে টাকার সাথে সম্পর্ক রেখে কিনতে হবে।যাইহোক প্রয়োজনীয় জিনিস গুলো পছন্দ করতে লাগলাম।

1000021237.jpg

1000021235.jpg

1000021238.jpg

1000021243.jpg

তারপর বেশ কিছু মেলামাইন ও প্লাস্টিকের জিনিস পছন্দ করলাম। আসলে এগুলো কিনতে অনেক ভালো লাগে। আবার প্রতি নিয়ত ব্যবহার করতে ও অনেক ভালো লাগে। তবে এগুলো বারবার কিনতে হয় এটাই সমস্যা। যাইহোক প্রয়োজন জিনিস কিনতে হবে এটাই স্বাভাবিক। আর বেশি জিনিস দেখলে মনে হয় কোনটা রেখে কোনটা নেব।সত্যি প্লাস্টিকের জিনিস আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো মাঝে মাঝে কিনি।বেশ কিছু জিনিস পছন্দ করেছি

1000021269.jpg

1000021245.jpg

1000021229.jpg

তারপর সামনে পড়ল দোলনা। আমার মেয়ে এই দোলনা কেনার জন্য অস্হির। তারপর আর কি করার চলে গিয়েছি দোলনা কেনার জন্য। তবে আমাদের হাতে তেমন সময় ছিল না তারজন্য আমরা একটা দোকান দেখে দোলনা পছন্দ করলাম কিন্তু তাদের কাছে না থাকায় অর্ডার দিয়ে চলে এসেছি। সেটা নিয়ে হয়তো আর এক দিন পোস্ট লিখবো। তারপর আপনাদের ভাই ১২ লিটারের একটা স্টিলের বালতি কিনলো গরুর দুধ রাখার জন্য। যাইহোক টুকিটাকি অনেক কিছু কিনেছি। বেশ ভালো লেগেছিল কিনতে। অবশেষে দেখি প্লাস্টিক আর মেলামাইন দিয়ে ২৫০০ টাকা হয়ে গিয়েছে। তারপর লোকটির কাছে বিল দিয়ে চলে আসলাম। বেশ ভালোই কেনাকাটা করেছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 19 hours ago 

1000021628.jpg

1000021627.jpg

1000021626.jpg

 18 hours ago 

কেনাকাটা করার সুন্দর মুহূর্ত আপনি তুলে ধরেছেন। বেশ অনেক জায়গায় উপস্থিত হয়েছেন কেনাকাটার জন্য। যেখানে বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার মুহূর্ত দেখতে পারলাম আর সেই বিষয়ে অনেক সুন্দর ভাবে তথ্য শেয়ার করেছেন আপনি। খুব ভালো লাগলো আপনার কেনাকাটার মুহূর্ত দেখে।

 18 hours ago 

এটা ঠিক বলেছেন আপু, কষ্ট হলেও প্রয়োজনীয় জিনিসগুলো কিনতেই হয়। আপনি আপনার প্রয়োজনীয় কেনাকাটা আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রয়োজনীয় অনেক কিছুই কেনাকাটা করেছেন। প্লাস্টিকের জিনিসগুলো বারবার কিনতে হয় এটা সত্যি। কিছুদিন গেলেই এগুলো নষ্ট হয়ে যায়। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 18 hours ago 

প্লাস্টিকের জিনিসগুলো আসলে এরকমই একটা জিনিস কেনার পর কিছুদিন যেতে না যেতেই নষ্ট হয়ে যায় আবার কেনা লাগে। যাইহোক ভাইয়ের সাথে দেখতেছি মোটামুটি ভালই কেনাকাটা করেছেন ২৫০০ টাকার। তবে দোলনাটা ইনস্ট্যান্ট না পাওয়ায় একটু খারাপ লাগলো কেননা বাবুর হয়তো মন খারাপ হয়ে গিয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি আপনাদের অর্ডার দেওয়া দোলনাটি চলে আসবে।

 18 hours ago 

ভাইয়ার সাথে কি দারুন কেনাকাটা করলেন আপু। মাঝে মাঝে বাজারে গেলে প্রয়োজনের পাশাপাশি আরো অনেক জিনিস কেনা হয়ে যায়। আপনি বাচ্চা টুপি কেনার জন্য গিয়েছিলেন সেখানে গিয়ে মেলামাইন এবং প্লাস্টিকের আরো জিনিস কিনে ফেললেন। বেশ ভালোই করেছেন কেনাকাটা করে। অনেক সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ আপু।

 18 hours ago 

মানুষের প্রয়োজনের যেনো কোন শেষ নেই।আপনি ভাইয়ার সাথে কেনাকাটা করতে গিয়ে ভালো ই করেছেন। ইচ্ছে মতো কেনা হলো।প্রয়োজনীয় জিনিস বলে কথা।আপনার মতো আমার ও প্লাস্টিকের জিনিসগুলো ভালো লাগে।কিন্তু তেমন কেনা আর হয় না।ধন্যবাদ আপু আপনার সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 15 hours ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর করে কেনাকাটার মুহূর্তগুলো উপস্থাপন করেছেন। আপনার এই কেনাকাটার মুহূর্ত দেখে খুব খুবই ভালো লেগেছে আমার। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মাঝেমধ্যে কেনাকাটা করতে গেলে বাজার সম্পর্কে অবগত হওয়া যায় এবং অনেক ভালো লাগা কাজ করে। এদিকে বাচ্চারা যদি কোন কিছু আবদার করে কিনে দিতে পারলে অনেক ভালো লাগে। বাবু যেহেতু দোলনা আবদার করেছিল, কি আর করার অবশ্যই কিনে দিতে হবে।

 15 hours ago 

একা গেলে নিজের পকেট থেকে টাকা খরচ হয় আর ভাইয়ার সাথে গেলে ভাই আর খরচ হয়। ভাইয়া যেহেতু সাথে ছিল সেই সুযোগে আপনিও সুযোগ গ্রহণ করে বেশি কিছু কিনে নেওয়ার চেষ্টা করেছেন। এদিকে বাবু তো দোলনার বায়না ধরেছে। এতে বুঝলাম ভালোই কেনাকাটা করেছেন আর খরচ করেছেন।