একা গেলে নিজের পকেট থেকে টাকা খরচ হয় আর ভাইয়ার সাথে গেলে ভাই আর খরচ হয়। ভাইয়া যেহেতু সাথে ছিল সেই সুযোগে আপনিও সুযোগ গ্রহণ করে বেশি কিছু কিনে নেওয়ার চেষ্টা করেছেন। এদিকে বাবু তো দোলনার বায়না ধরেছে। এতে বুঝলাম ভালোই কেনাকাটা করেছেন আর খরচ করেছেন।