মনের আকার মহা সমুদ্রের মতো। এই বিশাল সমুদ্রের একটি শাখা আমাদের চোখের সাথে মিলিত হয়েছে। তাই মন খারাপ হলে এই সমুদ্রে জোয়ারের সৃষ্টি হয়। এই জোয়ারের জল এই শাখার মাধ্যমে চোখে পৌঁছায়। আর চোখ দিয়ে এই জল বাইরে উপচে পরে। যাকে আমরা অশ্রু বলি। আমরা সবাই জানি সমুদ্রের জল নোনা হয়। তাই আমাদের চোখের জলও নোনা হয়। সহজ হিসাব।
বাবারে ,,কি কবি কবি ব্যাখা🤣🤣
খুব সুন্দর হিসেব দিলেন দাদা। 😁