রাগ করলেন তো হেরে গেলেন।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ রাগ সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে মানুষ যত বেশি রাগী তারা কিন্তু সব সময় অন্যান্য মানুষদের থেকে পিছিয়ে থাকে। আমার কাছে মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে রাগ অবশ্যই ভালো। কেননা আমরা রাগ করে যদি চেষ্টা করে জীবনে উন্নতি লাভ করতে পারি তাহলে সেটি আমাদের জন্য ভালো। কিন্তু আমরা যদি রাগ করে কখনো সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা না করে তাহলে কিন্তু সেটি আমাদের জন্য ভীষণ খারাপ। অর্থাৎ রাগ একটা যেমন মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে ঠিক তেমনি একজন মানুষকে পিছনের দিকে পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এর আগে মানুষদেরকে সমাজের কেউ কখনো পছন্দ করতে চায় না।
একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখছেন যে সমাজে যারা রাগী লোক তাদের দেখলে অন্য মানুষগুলো সবসময় পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। কেননা তাদের সাথে কথা বলার মত মন-মানসিকতা কোন মানুষের থাকে না। এছাড়াও এই মানুষগুলো যখন বড় ধরনের কোন বিপদে পড়ে তখন কেউ তাদের কখনো সাহায্য করেনা। আসলে এই মানুষগুলো তো সারা জীবন অন্যের উপরে রাগ করে অন্যের ক্ষতি করার চেষ্টা করে। তাইতো রাগ একটা মানুষকে ভালোর দিক থেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এজন্য আমরা কখনো কোন কাজে রাগ করবো না। আসলে আপনি কোন কাজে রাগ করলেন তো আপনি সেই কাজের অর্ধেকটা হেরে গেলেন। কেননা রাগ করে কেউ কখনো কোনো কাজ সমাধান করতে পারে না।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি জীবনের কাজগুলো খুব ঠান্ডা মাথায় করতে পারি এবং কোন কাজে যদি একবার বাঁধা পেয়ে যায় তাহলে সেই কাজটি পুনরায় চেষ্টা করব। কিন্তু আমরা যদি রাগ করে সেই কাজটি আর দ্বিতীয়বার না করে তাহলে সেই কাজটি কিন্তু কখনো সমাধান হবে না। অর্থাৎ সেই কাজটি আগের মতো থেকে যাবে এবং এই কাজটি যেহেতু আমাদের দ্বারা সম্ভব হয়নি তাই এই কাজের জন্য আমরা কিন্তু আর কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। কেননা জীবনের প্রত্যেকটি কাজ আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজন্য আমরা প্রত্যেকটি কাজ সবসময় ঠান্ডা মাথায় সমাধান করার চেষ্টা করব এবং আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব।
একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি জীবনে ঠান্ডা মাথায় এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং জীবনের প্রত্যেকটি কাজ খুব সুন্দরভাবে সমাধান করতে পারব। এছাড়াও কিছু কিছু মানুষকে আমরা দেখতে পাই যারা কিনা রাগ করে বিভিন্ন ধরনের ক্ষতি করে ফেলে। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি রাগ করে জীবনের একটা বড় ক্ষতি করে ফেলেন তাহলে কিন্তু সেই ক্ষতিটা শুধুমাত্র আপনার হবে। কেননা আপনি যখন কিছু কিছু ক্ষতি করবেন সেই ক্ষতি কিন্তু আপনি কখনো আপনার জীবনে পূরণ করতে পারবেন না। আর এই রাগের মাথায় কোন কাজের জন্য আপনাকে সারা জীবন অনুতপ্ত হতে হবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
আসলে রাগ আসে আমাদের ক্ষতি করার জন্য।রাগ কখনোই আমাদের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না। তাই আমাদের উচিত সব সময় রাগ কে নিজের নিয়ন্ত্রণে রাখা।আর এটাও প্রমাণিত যে, অতিরিক্ত রাগী মানুষ কে সমাজের মানুষেরা পছন্দ করেন না।রাগ সব সময় আমাদের জন্য ক্ষতিকর।
এই কথাটা আমার কাছে খুবই ভালো লাগে রেগে গেলেন তো হেরে গেলেন। মানুষ রাগ করলে বেশিরভাগ সময়ই হেরে যায়। অতিরিক্ত রাগ করা যে কারো জন্যই অনেক বেশি খারাপ হয়ে থাকে। রাগের মাথায় হুটহাট কোন কিছু করে ফেললে তারপর রাগ চলে যাওয়ার পরে এমনটা মনে হয় যে ভুল করেছি। কিন্তু ততক্ষণে নিজের ক্ষতি হয়ে যায়। সবার উচিত রাগকে কন্ট্রোল করা। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দাদা।
ষড়রিপুর একটি রিপু হল রাগ বা ক্রোধ। আর এই রিপুকে আমরা কখনোই জয় করতে পারি না। গুটিকে জয় করে নেয় সে সাধু পুরুষ হিসেবে বিবেচিত হয়। আর এই রাগ আমাদেরকে মাঝে মাঝে অনেকটা পিছনে ঠেলে দেয়। এই বিষয়ে আপনি একেবারে ঠিক কথা বলেছেন। তাই আমার মনে হয় প্রত্যেকটি মানুষকেই রাগের উপর কিছুটা নিয়ন্ত্রণ দেওয়া উচিত।
রাগ ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারলে সেটা শক্তি, আর নিয়ন্ত্রণ হারালে বিপদ। তাই রাগকে নয়, বুদ্ধিকে পথচলার সঙ্গী করা ভালো।ঠান্ডা মাথায় কাজ করা এবং প্রতিকূলতার সময় ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নেওয়া একজন মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। রাগের বশে আমরা অনেক সময় এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি, যা পরে অনুশোচনার কারণ হয়। তাই রাগকে বুদ্ধিমানের মতো কাজে লাগানোই হলো চাবিকাঠি।
কিছু কিছু বিষয় রয়েছে যেখানে রাগ করলে মানুষ ভালো পর্যায়ে যেতে পারে। আবার কিছু বিষয় রয়েছে যেখানে রাগ করলে হেরে যেতে হয়। রাগ করার সময় অবশ্যই ঠান্ডা মাথায় যত দ্রুত করা যায় তত ভালো। কারন ঠান্ডা মাথায় মানুষকে ভালো কিছু করতে উদ্বুদ্ধ করে।