ষড়রিপুর একটি রিপু হল রাগ বা ক্রোধ। আর এই রিপুকে আমরা কখনোই জয় করতে পারি না। গুটিকে জয় করে নেয় সে সাধু পুরুষ হিসেবে বিবেচিত হয়। আর এই রাগ আমাদেরকে মাঝে মাঝে অনেকটা পিছনে ঠেলে দেয়। এই বিষয়ে আপনি একেবারে ঠিক কথা বলেছেন। তাই আমার মনে হয় প্রত্যেকটি মানুষকেই রাগের উপর কিছুটা নিয়ন্ত্রণ দেওয়া উচিত।