You are viewing a single comment's thread from:

RE: মেহেরপুর ভ্রমণ - বন্ধুর বিয়ে উপলক্ষে।

in আমার বাংলা ব্লগlast month

আসলে শীতকালে রাস্তা দিয়ে ট্রাকটারে করে মাটি টানে তখন অনেক মাটি রাস্তায় পড়ে থাকে। আর সেই মাটিগুলো যখন শুকিয়ে যায় তখনও আমাদের বাইকারদের সমস্যা হয় কারণ এগুলো থেকে ধুলো উড়ে, যেগুলো নাকে চোখে মুখে ঢুকতে থাকে। আবার যখন বৃষ্টির ফোঁটা পড়ে বা হালকা বৃষ্টি হয় তখন আরো বাজে অবস্থা হয়ে যায়। এ অবস্থায় বাইক চালানো খুবই রিস্কি কারণ, এই অবস্থায় আমি একবার পড়ে গিয়েছিলাম। যাই হোক সর্বোপরি ভালোই ভালো ফিরতে পেরেছেন এবং বাইকটি নিয়ে ওয়াশ করে তারপরে ফিরলেন বাসায়। অন্তত বাইকটা স্বস্তি পাবে। হাহাহহা।