You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭৫
এক বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে দাওয়াত দেওয়া হয়েছিল। তবে সেখানে আমি বড় ভাই ও আরেকটা ফ্রেন্ড যাচ্ছিলাম। আমরা সবাই মোটামুটি খাবার বেলায় দুর্বল। তখন বড় ভাই আমাদের আরেক বন্ধুকে যেতে বলল যে খাওয়া-দাওয়ায় বেশ ভালো ধরতে গেলে পেটুক মশাই। অবশেষে সবাই মিলে সিএনজি করে চলে গেলাম তার শশুর বাড়িতে। বড় ভাইয়ের শশুর বাড়িতে অনেক ধরনের খাবারের আইটেম করেছিল বেচারা পেটুক বন্ধু খেতে খেতে এমন লোড হয়েছে পরে সে আর নড়াচড়া করতে পারছে না।তখন বড় ভাই বলে, না ঠিক আছে এইবার পোষাইছে।আর এই কথা শুনে আমরা সবাই হাসতেছি।