স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।
আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।
আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।
তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।
স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
সুন্দর এই পৃথিবীটা,
রঙে রঙে ভরা,
সবুজ মাঠে কৃষক হাসে,
মন যে হয় উতলা
নীল আকাশে পাখি ওড়ে,
গানে ও সুরে কুহুটান,
সূর্য হাসে সকাল বেলায়,
জেগে ওঠে এক প্রাণ।
অনু কবিতা-২
আমার ছোট্ট এই জীবন জুড়ে,
স্বার্থপরের সঙ্গ না চাই।
মনের শান্তি আজ যেন,
কষ্ট হলেও একাই পাই।
চলতে চাই নিরবে,
আর চুপে চুপে।
ভালো থাকি নিজের মত,
আর আপন চেনা রূপে।
অনু কবিতা-৩
ফুলের গন্ধে মন ভরে যায়,
সাথে প্রজাপতির নাচ।
পাহাড় ডাকে নিরালায় আর,
পাই ঝরনার আবাস।
এই পৃথিবী মায়ের মতো,
সদায় ভালোবাসায় আর মমতায় ভরা।
আমরা যেন রক্ষা করি,
আমাদের এই ধরা।
অনু কবিতা-৪
প্রখর ভরসা আমি রাখি নিজের মনে,
অন্ধকারও কেটে যাবে কোন এক ক্ষণে।
দুঃখ যতই আসুক আমারি কাছে,
আশার আলো সব সময় থাকবে যে পাশে।
অনু কবিতা-৫
কষ্টের সীমারেখা পেরিয়ে,
স্বপ্নকে ছুঁতে চাই।
হাল না ছেড়ে দিয়ে,
সামনে এগিয়ে যাই।
যদিও সাফল্যের পথ,
দূর থেকে আরও দূর হয়ে যায়।
তবুও আমি সেই পথেই পা বাড়াই।
ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness
OR

আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোস্টের ধরণ | অনু কবিতা |
Upvoted! Thank you for supporting witness @jswit.
এই ধরনের কবিতা গুলো আমি একটু বেশি পছন্দ করি লিখতে এবং পড়তে দুটোই। বিশেষ করে এরকম সুন্দর টপিক গুলো নিয়ে কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে। আপনি সব গুলো অনু কবিতা এত সুন্দর সুন্দর টপিক নিয়ে লিখেছেন দেখে ভালো লেগেছে। খুব দারুণ হয়েছে অনু কবিতা গুলোর প্রত্যেকটা লাইন।
https://x.com/Nevlu123/status/1911003480648544313
খুব সুন্দর একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা গুলো মাঝেমধ্যেই পড়া হয়। আজকের অনু কবিতায় প্রথম কবিতাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে প্রত্যেকটা কবিতা লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর এক গুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।
1 | https://x.com/Nevlu123/status/1911122075785240598
2 | https://x.com/Nevlu123/status/1911122354572247043
3 | https://x.com/Nevlu123/status/1911122969180438862
4 | https://x.com/Nevlu123/status/1911123426279829802
5 | https://x.com/Nevlu123/status/1911123927906078831
6 | https://x.com/Nevlu123/status/1911124305989312996
7 | https://x.com/Nevlu123/status/1911125256523104433
8 | https://x.com/Nevlu123/status/1911126054464352466
9 | https://x.com/Nevlu123/status/1911126935775920567
10 | https://x.com/Nevlu123/status/1911127786062025126
11 | https://x.com/Nevlu123/status/1911128138118996192