এই ধরনের কবিতা গুলো আমি একটু বেশি পছন্দ করি লিখতে এবং পড়তে দুটোই। বিশেষ করে এরকম সুন্দর টপিক গুলো নিয়ে কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে। আপনি সব গুলো অনু কবিতা এত সুন্দর সুন্দর টপিক নিয়ে লিখেছেন দেখে ভালো লেগেছে। খুব দারুণ হয়েছে অনু কবিতা গুলোর প্রত্যেকটা লাইন।