খুব ভালো লাগলো তোমার এই পোস্টটা পড়ে। আমি যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়েছি তখন কোনদিনই কোনরকম স্পোর্টস এক্টিভিটিতে অংশগ্রহণ করিনি। আমি সবসময় সাংস্কৃতিক দিকটাতে নজর দিতাম। তোমাদের ডিপার্টমেন্ট অনেকগুলো ট্রফি এবং মিডেল পেয়েছে দেখে খুব ভালো লাগছে। তুমি নিজেও অংশগ্রহণ করতে পারতে।
হুম দিদি,অংশগ্রহণ করলে হতো।কিন্তু এখন আর ইচ্ছে করে না একটু লাজুক স্বভাবের জন্য,মনে হয় আমি বড় হয়ে গিয়েছি।😊