নিজেকে বিশ্বাস করার উত্তম। কারও ওপর বিশ্বাস রাখলে তা ভাঙেই৷ আর আঘাতও পায়। পার্থিব এই জীবনে এই সব মায়াগুলো কাটাতে পারলেই আপনি রাজা আর সেটাই হল উত্তরণ৷ কবিতার বিষয়বস্তুর ওপরেই এতোগুলো কথা বললাম৷ কবিতাটি ভালোই হয়েছে। আপনার অনুভূতি প্রকাশ পেয়েছে লাইনগুলোতে।
আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। আশাকরি প্রতিনিয়ত এভাবেই উৎসাহ দিয়ে পাশে থাকবেন আপু।