স্বরচিত কবিতা // "বিশ্বাস"।
শুভ সকাল 🌅
আজ ১৭ ই মার্চ,
রোজ সোমবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও আমি আপনাদের মাঝে হাজির হলাম স্বরচিত কবিতা পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
বিশ্বাস শব্দটি ছোট হলেও এর অর্থ বিশাল। বিশ্বাস করে অনেক ঠকেছি এবং শিখেছি। মানুষের সামান্য উপকার করতে গেলে মানুষ ভুল বুঝে খারাপ ব্যবহার করে। এই পৃথিবীতে বিশ্বাস শব্দটি সকলের কাছে তামাশার মনে হয়। বাহির থেকে মানুষের মন বোঝা যায় না। উপকার করতে গেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আগে মাথায় রাখতে হয়। বিশ্বাসের জন্য রক্তের সম্পর্ক ভেঙে যায়। টাকার লোভ লালসতা জন্য মানুষের আসল চেহারা সামনে এনে দেয়। বিশ্বাসের কারণে বন্ধুত্ব নষ্ট হয় ভালবাসা চিরতরে বিদায় নেয়। এই পৃথিবীতে যারা বিশ্বাস করেছে এবং বিপদে আপদে মানুষের পাশে থেকেছে তারাই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। তবে একটি সুন্দর সম্পর্ক বিশ্বাসের মাধ্যমে টিকে থাকে। দুনিয়াতে চলতে গেলে কাউকে না কাউকে বিশ্বাস করে নিজের মনের কথাগুলো শেয়ার করতে হয়। স্বার্থের কাছে বিশ্বাস বারবার হেরেছে এবং কেঁদেছে অজস্র চোখ। তাই আমি বিশ্বাস নামক কবিতা আপনাদের মাঝে লিখেছি।
আমি আজকে বিশ্বাসের প্রতিফলন কবিতার মাঝে প্রকাশ করেছি। "বিশ্বাস" কবিতার মাঝে আমি আমার মনোভাব ব্যক্ত করেছি এবং কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করছি কবিতাটি পড়ে আপনাদের কাছে ভালো লাগবে।
"বিশ্বাস"
বিশ্বাস করে ঠকেছে আমি
হেরেছি বার বার,
বিশ্বাস করে চিনেছে মানুষ
শিখেছে বার বার।
এই পৃথিবীর সকল মানুষ
স্বার্থ ছাড়া কিছু বোঝেনা,
এই পৃথিবীর সম্পর্ক গুলো
অর্থ দিয়ে পরিমাপ করা।
উপকার করে পেয়েছি ব্যথা
কিসের জন্য এত মায়া,
রক্তের বন্ধন ছিন্ন করে
স্বার্থ বিশ্বাস ভেঙে চুড়ে।
বিশ্বাস শব্দ অর্থবহুল
বুঝিতে পারিনা মোড়া,
স্বার্থের জন্য বন্ধুত্ব নষ্ট
বিবেক বুদ্ধি হয়েছে বিচ্ছূর্ণ।
তাই বিশ্বাস গেছে মোরে
উপকার করার ইচ্ছা আমি পাই না আজ,
বিশ্বাস করে ঠকেছি আমি
কেঁদেছে বার বার।
এখন ভালোবাসায় বিশ্বাস নেই
শুধু দিয়ে থাকে আশ্বাস,
তাই সর্বদা সম্পর্ক ভেঙে
কাঁদায় বার বার।
এ ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার স্বরচিত কবিতা "বিশ্বাস" আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।
বিভাগ | কবিতা। |
---|---|
ডিভাইস | রিয়েলমি সি-৫৫। |
বিষয় | স্বরচিত কবিতা (বিশ্বাস )। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
লেখক | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
X-Promotion
নিজেকে বিশ্বাস করার উত্তম। কারও ওপর বিশ্বাস রাখলে তা ভাঙেই৷ আর আঘাতও পায়। পার্থিব এই জীবনে এই সব মায়াগুলো কাটাতে পারলেই আপনি রাজা আর সেটাই হল উত্তরণ৷ কবিতার বিষয়বস্তুর ওপরেই এতোগুলো কথা বললাম৷ কবিতাটি ভালোই হয়েছে। আপনার অনুভূতি প্রকাশ পেয়েছে লাইনগুলোতে।
আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। আশাকরি প্রতিনিয়ত এভাবেই উৎসাহ দিয়ে পাশে থাকবেন আপু।
বিশ্বাস নিয়ে আপনার লেখা আজকের এই কবিতা পড়তে আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক সুন্দর অনুভূতি গুলোকে আপনি এই কবিতার প্রতিটা লাইনের মধ্যে তুলে ধরেছেন। বিশ্বাস এমন একটা জিনিস যেটা প্রতিটা সম্পর্কের মধ্যে থাকা দরকার। বিশ্বাসের মর্যাদা সব সময় দেওয়া দরকার। বিশ্বাসের কারণে অনেক সম্পর্কই নষ্ট হয়ে যায়।
চেষ্টা করেছি কবিতার মাঝে নিজের অনুভূতি প্রকাশ করতে। আপনার মন্তব্য জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপু আপনাকে।
বাহ্ আপনি অনেক সুন্দর কবিতা লিখেন তো দেখছি। আপনার আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আর আমার কাছে কবিতাটা পড়তেও খুব ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দর করে পুরো কবিতাটা শেয়ার করার কারণে অনেক ভালো লেগেছে আমার কাছে। এরকম সুন্দর কবিতা গুলো পড়তে আমি অনেক পছন্দ করি।
আমার পোস্ট ভিজিট করে প্রশংসা মূলক মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
বিশ্বাসের মূল্য, মানুষের স্বার্থপরতা এবং সম্পর্কের জটিলতা সুন্দরভাবে তুলে ধরেছেন। বর্তমান সমাজে বিশ্বাসের টানাপোড়েন স্পষ্টভাবে ফুটে উঠেছে আপনার লেখায়।আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ভাই।
চেষ্টা করেছি নিজের অনুভূতি শেয়ার করার জন্য। আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করেছে, ধন্যবাদ ভাই।
বাহ আপনি তো বিশ্বাস নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার বিশ্বাস কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এটি ঠিক বিশ্বাস শব্দটি ছোট হলেও এটি বাক্য অনেক বিশাল। মানুষ বিশ্বাস করে চলাফেরা করে। আবার এই বিশ্বাসের কারণে মানুষ কষ্ট পায়। যাইহোক সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
প্রশংসা মূলক মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।