সত্যিই এখন অনেক দিন হলো প্রকৃতি ঠিক বসন্তকাল বলে কিছু নেই। তবুও উৎসব তো আসে। দোল উৎসব হলো রঙের উৎসব। প্রকৃতিতে বিভিন্ন রং ছেয়ে থাকে আর মানুষ মানুষকে রঙ লাগিয়ে উৎসব পালন করে। উৎসব মানেই তো মিলন। এবং আনন্দ যাপন। এটাও সেরকমই। আপনাকেও দোলযাত্রা শুভকামনা জানাই।