আমার বাড়িতে বলা হয় যেকোনো চাটনি রান্না করা সব থেকে সহজ অথচ হাসির বিষয় হল আমি কোন চ্যাট নেই ঠিক মত রান্না করতে পারি না। বাড়িতে গিয়ে সমস্ত নাম আমি নিজের হাতে করলেও চাকরির জন্য আমার জা কে বা এ বাড়িতে হলে মা কে ঠেকিয়ে দিই। তোমার চাটনির রেসিপি দেখে খুবই ভালো লাগছে। এই ভাবেই আমাদের বাড়িতেও করা হয়।
ব্যাস্তার জন্য এইরকম হয়।তোমার বাড়িতে এরকম ভাবেই চাটনি রান্না করা হয় জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।