একটি বাস্তব ধর্মী কবিতা লিখেছেন আপনি। প্রতিটা পংক্তিতে অপ্রিয় সত্যগুলো উঠে এসেছে। আমরা চাই বা না চাই মানুষের মানসিকতায় অদ্ভুত ভাবে পরিবর্তন এসেছে যা আমাদের নিয়মিত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে । আমরা এতটাই নিজের বুঝি এবং সেটা এতোখানি স্থূল যে অনেকখানি যেই ডালে বসে আছে সেই ডাল কেটে ফেলার মত বিষয় হয়ে উঠেছে। খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি।
জ্বী আপু একদম ঠিক বলেছেন। যে পাতে খায় সে পাতেই নোংরা করে।কথাগুলো একদমই ঠিক বলেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।