স্বরচিত কবিতা-:স্বার্থবাদী।

in আমার বাংলা ব্লগyesterday

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

Green Simple Floral Thank You Card.png

প্রিয় পাঠকগণ, আজ আবারো চলে এলাম আপনাদের মাঝে কবিতা শেয়ার করব বলে। আসলে প্রতি সপ্তাহেই কবিতা বা অনু কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাই। কবিতা লিখতে আমার কাছে এত বেশি ভালো লাগে যে আপনাদের মাঝে শেয়ার না করলেই হয় না। যাইহোক আজকে যে কবিতাটি আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে একদম বাস্তব ভিত্তিক একটি কবিতা। আমরা আমাদের আশেপাশে তাকালেই দেখবো কিছু মানুষ আসে তাদের সাহায্য করার জন্য।কিন্তু সাহায্য তাদেরকে করার পর তাদের স্বার্থ যখন উদ্ধার হয়ে যায় তখন তারা আমাদেরকে ভুলে যায়। তার পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করতেও তারা দ্বিধাবোধ করে। কিন্তু তাদের কাছ থেকে এরকম কিছু আশা করা যায় না।

তখন আসলে নিজেকে নিজের কাছে অপরাধী মনে হয়। কারণ কাউকে বিশ্বাস করে তার জন্য ভালো কিছু করার চেষ্টা করে যখন নিজের ক্ষতি করার জন্য তারা উঠে পড়ে লেগে যায় তখন আসলে নিজেকেই অপরাধী মনে হয়। আমার কবিতাটি অনেকের জীবনের সাথে মিলে যেতে পারে।কারণ,এমন লোকগুলো সবার আশেপাশেই থাকে। যাই হোক কবিতাটি লিখে আপনাদের মাঝে প্রকাশ করতে পেরেছি এটাই তো জীবনের সার্থকতা। আশা করি আমার লেখা কবিতা আপনাদের ভালো লাগবে।

♥️স্বার্থবাদী♥️

অসময়ে কড়া নাড়ে মনের গহীনে,
সময়ে কড়া নাড়ে নিরব যতনে,
স্বার্থ যখন চড়াও হয় মনের অতলে,
নির্বাক হয়ে শ্রোতা হয় নিশ্চুপতার আদলে।

প্রয়োজন যখন যেথায় সেথায়,
প্রিয়জন তখন চারিপাশে যায়,
স্বার্থ ফুরালে নিরবে কেটে পড়ে,
সময় ঘুরলে নিজেকে মহৎ বলে।

আপন আপন করে তখন ছুরি মারে পিছনে,
অযতনে রেখে দিয়ে পালায় আনমনে,
ভাব দেখাতে আসে সবাই নিজের মত করে,
স্বার্থ হাসিল হলে তখন কৃতজ্ঞতা যায় ভুলে।

ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান দেখলে মনে হবে,
মনের ভেতর পিশাচরূপ রয় অগোচরে,
নিয়ম নীতি যায় ভুলে স্বার্থ উদ্ধার হলে,
ভালোবাসা পালায় তখন খোলা জানালা দিয়ে।

অভাব যখন দুয়ারে আসে তখন কাঁদে মন,
অভাব পূরণ হলেই তখন মন হয় অচেতন,
কে ছিল পাশে আর কে ছিল দূরে নেই জানা,
অবশেষে নিস্তেজ হলো হারালো ষোলো আনা।

কৃতজ্ঞতার অবহেলায় হারিয়ে ফেলে হৃদয়,
মনের মাঝে থাকে শুধু প্রতিযোগিতার ভয়,
জীবনের রঙ যখন তখন বদলে যায় ভীষণ,
জীবন নামের অধ্যায়ে ভুল হয়, চিনতে আপন।

আমার অনুভূতি

কিছু মানুষ যখন অন্যকে প্রয়োজন হয় তখন তার পেছন পেছন ঘুরাঘুরি করে এবং বিভিন্ন রকম সাহায্য নিয়ে থাকে। কিন্তু যখন তার স্বার্থ উদ্ধার হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে সফল হয়ে যায় তখন সে পিছুপা হয়ে যায় এবং কে তার উপকারে এসেছিল সেটাই ভুলে যায়। বরং তার পেছনে আবার ছুরি মারতে বসে থাকে।যে তার জন্য অনেক কিছুই ত্যাগ করেছে এবং তাকে সুন্দর করে চলার মত ব্যবস্থা করে দিয়েছে সে ব্যক্তিকেই সুন্দর করে চলার পথ থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করে।যার জন্য সে সফল হয়েছে তাকেই সে নিচু করে দেখে এবং তার সফলতা সে সহ্য করতে পারে না।আন্তরিকতা, ভালোবাসা, কৃতজ্ঞতা তখন সবকিছুই চলে যায় মন থেকে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 14 hours ago 

❤️❤️👍

 yesterday 

Screenshot_20250222-095111_Chrome.jpg

Screenshot_20250222-095001_Chrome.jpg

 yesterday 

একদম বাস্তবধর্মী কবিতা লিখেছেন। কবিতাটি বাস্তবতাকে গভীরভাবে স্পর্শ করে। কবিতা হচ্ছে মনের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম মনে করি। কবিতার মাধ্যমে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়।আজকের কবিতাটি আমার হ্রদয় কে মুগ্ধ করেছে।

 15 hours ago 

অসংখ্য ধন্যবাদ আপু। সুন্দর একটা মন্তব্য করেছেন, পড়ে খুবই ভালো লাগলো।

 23 hours ago 

একটি বাস্তব ধর্মী কবিতা লিখেছেন আপনি। প্রতিটা পংক্তিতে অপ্রিয় সত্যগুলো উঠে এসেছে। আমরা চাই বা না চাই মানুষের মানসিকতায় অদ্ভুত ভাবে পরিবর্তন এসেছে যা আমাদের নিয়মিত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে । আমরা এতটাই নিজের বুঝি এবং সেটা এতোখানি স্থূল যে অনেকখানি যেই ডালে বসে আছে সেই ডাল কেটে ফেলার মত বিষয় হয়ে উঠেছে। খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি।

 15 hours ago 

জ্বী আপু একদম ঠিক বলেছেন। যে পাতে খায় সে পাতেই নোংরা করে।কথাগুলো একদমই ঠিক বলেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 21 hours ago 

আমাদের বর্তমান পৃথিবী এখন স্বার্থপর মানুষ দিয়ে ভরপুর। স্বার্থ উদ্ধার হয়ে গেলে সবাই আমাদের ভুলে যায়। সুন্দর একটা বিষয় নিয়ে আজকের কবিতাটা লিখেছেন। বেশ ভালো লাগলো কবিতা টা পড়ে। খুব সুন্দর ভাবে কবিতার লাইনগুলো সাজিয়েছেন। ধন্যবাদ আপু।

 14 hours ago 

স্বার্থ উদ্ধার হয়ে গেলে কেউ কাউকেই চিনে না আপু। অনেক সময় দেখা যায় সেই উপকারী মানুষের পিছনে ছুরি মারে।

 17 hours ago 

আপনি আপনার আজকের এই কবিতার মধ্যে বাস্তবতাকে অনেক সুন্দর করে তুলে ধরেছেন। পুরো কবিতা অসম্ভব সুন্দর করে লিখেছেন। যার প্রতিটা লাইন অসম্ভব সুন্দর হয়েছে। আমাদের এই পৃথিবীতে এখন স্বার্থপর মানুষে ভরে গিয়েছে। কবিতার সবগুলো লাইনের মধ্যে বাস্তবতা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে।

 14 hours ago 

একদম ঠিক বলেছেন। স্বার্থপরতা মানুষকে একদম নিচু পর্যায়ে নিয়ে যায়। যেখানে তারা নিজেদের পেছনের পরিস্থিতি ভুলে যায়।

 14 hours ago 

বাস্তবতাকে খুব সুন্দর করে কবিতার মাধ্যমে তুলে ধরেছ সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ। এ ধরনের বাস্তবমুখী কবিতা পড়তে অনেক ভালো লাগে।আমি নিজেও এই ধরনের কবিতা লিখতে পছন্দ করি। ধন্যবাদ তোমাকে সবার মাঝে শেয়ার করার জন্য।

 13 hours ago 

কবিতার মধ্যে বাস্তবতাকে স্পষ্ট ভাবে তুলে ধরেছেন আপু। সত্যি কিছু কিছু এমন মানুষ আছে। যারা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য মানুষকে সময় দেয়। স্বার্থ ফুরিয়ে গেলে আর সেই মানুষটির খবর কখনো নেয় না। খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আজকের কবিতাটি সত্যি অসম্ভব ভালো লাগলো আপু। সুন্দর কবিতাটি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 2 hours ago 

স্বার্থ ছাড়া মানুষ কথা বলে না আপু। আর একদম ঠিক বলেছেন স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ খবর নেয়াও ভুলে যায়।