ভালোবাসার দিনে রাস্তা দুই ধারে ফুল দেখলে মনটা ভালো হয়ে যায় ঠিকই তবে এই দিনটিতে রাস্তায় ফুলের দোকানই তো স্বাভাবিক। সবাই সেদিন কত পছন্দের ফুল কেনেন। শীতের সিজন বলে গোলাপের পাশাপাশি নানান ধরনের চন্দ্রমল্লিকার বাহারও দেখতে পাচ্ছি। আর গাঁদার লম্বা লম্বা চেইন। আপনি শাহবাগে গিয়ে বেশ ভালই দৃশ্য উপভোগ করেছেন।
জি আপু সকাল সকাল ভালোই দৃশ্য উপভোগ করেছিলাম।