ফুলের রাজ্যে একদিন
18-02-2025
০৬ ফাল্গুন , ১৪৩১ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আবারো আপনাদের মাঝে হাজির হলাম। আসলে সুস্থ্য থাকাটা হচ্ছে বড় বিষয়। আপনি সুস্থ্য থাকলে সবকিছুই করতে পারবেন। তো বেশ কয়েকদিন আগে আমি মাইগ্রেন ব্যাথায় ভুগছিলাম। আসলে সমস্যা অনেকদিন ধরে। অনেক ঔষধ খেয়েও কাজ হয়নি। কয়েকমাস বেশ ভালোই ছিলাম। তবে হঠাৎ আবার ব্যাথাটা শুরু হয়ে যায়। ব্যাথাটা যখন শুরু হয় তখন সহ্য করা খুব কঠিন হয়ে যায়। নরমালি নাপা খেয়ে ব্যাথাটা কমতো। তবে কিছুদিন আগে নাপাও কাজ হচ্ছিল না। কপালের পাশে প্রচন্ড রকমের ব্যাথা অনুভূত হয়। তো সিদ্ধান্ত নেয় ডাক্তার দেখানোর। ভার্সিটিতে ডাক্তার দেখিয়েছিলাম। তবে তারা বলেছিল নিউরোলজি স্পেশালিষ্ট কাউকে দেখার জন্য।
তো আমার এক বড় ভাই বললো ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ডাক্তার দেখানোর জন্য। সেখানো নিউরোলজি স্পেশালিস্ট ভালো ভালো ডাক্তাররা বসেন। টিকেট কিনে ডাক্তার দেখালে ভালো হবে। আমার অবস্থা এতোটাই খারাপ ছিল কিভাবে যাবো বুঝতে পারছিলাম না। তো গত ১৪ ই ফেব্রুয়ারি বাধ্য হয়ে চিন্তা করলাম ডাক্তার দেখাতেই হবে। বঙ্গবন্ধু হাসপাতালে মোটামোটি ভালোই সিরিয়াল। এজন্য সকাল সকাল যেতে হয়। সকাল সকাল না গেলে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। গাজীপুর থেকে শাহবাগে যেতে আড়াই ঘন্টার মতো লাগবে। যদি জ্যামে পরে যায় তাহলে তিন ঘন্টা এর বেশি।
তো ১৪ ই ফেব্রুয়ারি যেহেতু ভালোবাসা দিবস ছিল। আমি শাহবাগে পৌঁছাতে সকাল সাড়ে সাতটার মতো বেজে যায়। যেহেতু ভালোবাসা দিবস ছিল শাহবাগে গিয়ে দেখি রাস্তার পাশে অনেক ফুলের দোকান। আমি তো রীতিমতো অবাক! শাহবাগে এতো ফুলের দোকান হলো কবে থেকে। আমি তো এতো এতো ফুল দেখে লোভ সামলাতে পারছিলাম না। পকেট থেকে ফোন বের করে উরাধুরা কতোক্ষণ ফটোগ্রাফি করতে শুরু করলাম। আর সকাল সকাল দেখলাম অনেকেই ফুল কিনতেও এসেছে।
উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা চন্দ্রমল্লিকা ফুল। চন্দ্রমল্লিকা ফুল কয়েকরকমের হতে পারে। বেশ কয়েকরকমের চন্দ্রমল্লিকা ফুল দেখতে পেলাম।
গোলাপ। লাল টকটকে গোলাপ ফুল। ফুলের রানী বলা হয় যাকে। এ ফুলটি সবসময় পাওয়া যায় বলতে গেলে।
চোখে পরলো বেশি চন্দ্রমল্লিকা ফুল আর গোলাপ ফুলই বেশি। আর খেয়াল করলাম গাদাঁ ফুলের মালা বানানো। দোকানে টাঙিয়ে রাখা হয়েছে। সকাল সকাল ফুলের গন্ধ ভালোই লাগছিল।
বেশ কয়েক রকমের গোলাপ ফুল দেখতে পেলাম। তবে ফুলের দাম জিজ্ঞেস করে তো বোকা হয়ে গেলাম। একেকটা ফুলের দাম ৬০-১০০ টাকা করে। ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে গোলাপ দিবে এটার দাম ফ্যাক্ট না আসলে, হাহা! তবে ফুলের বিজনেস যে বর্তমানে ভালো চলে সেটা বুঝা যায়। দোকানে বেশিক্ষণ থাকেনি অবশ্য। আটটার দিকে হসপিটালে চলে যায় ডাক্তার দেখানোর জন্য।
Device | Oppo A12 |
---|---|
Photographer | @haideremtiaz |
Location | W3w |
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
শাহবাগের এক কর্নারে আসলে এরকম ফুল দেখতে পাওয়া যায়।যদিও আপনি অবাক হয়েছেন কিন্তু অবাক হওয়ার কিছু নেই কারণ সেখানে ফুলের অনেকগুলো দোকান আছে। আর যদি কোন অকেশন থাকে তাহলেতো ফুলের ছড়াছড়ি। যাই হোক সুন্দর অনুভূতি শেয়ার করেছেন ধন্যবাদ।
আসলেই ভাইয়া অবাক হওয়ার কিছু ছিল না। তবে প্রথমবার দেখলাম তো।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভালোবাসার দিনে রাস্তা দুই ধারে ফুল দেখলে মনটা ভালো হয়ে যায় ঠিকই তবে এই দিনটিতে রাস্তায় ফুলের দোকানই তো স্বাভাবিক। সবাই সেদিন কত পছন্দের ফুল কেনেন। শীতের সিজন বলে গোলাপের পাশাপাশি নানান ধরনের চন্দ্রমল্লিকার বাহারও দেখতে পাচ্ছি। আর গাঁদার লম্বা লম্বা চেইন। আপনি শাহবাগে গিয়ে বেশ ভালই দৃশ্য উপভোগ করেছেন।
জি আপু সকাল সকাল ভালোই দৃশ্য উপভোগ করেছিলাম।
জি ভাই, ভালোবাসা দিবসে ফুলের দাম অনেক বেশি ছিলো । আমিও কিছু ফুল কিনেছিলাম ঐদিন বেশ দাম নিয়েছে আমার থেকে। বিভিন্ন রকমের বৈচিত্র্যময় ফুলের সৌন্দর্য দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাই। ভালোবাসা দিবস উপলক্ষে তো দাম বেড়ে গেছিল।
আসলে এরকম ফুল গুলোর দাম অনেক বেশি হয়ে থাকে। তবে ফুল গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। যেহেতু দিনটা ছিল ১৪ই ফেব্রুয়ারি তাই প্রত্যেকটা জায়গায় ফুল তো থাকবেই। আর শাহবাগ যাওয়ার পর রাস্তার পাশে এত সুন্দর সুন্দর ফুল দেখে আপনি ফটোগ্রাফি করেছেন, এই বিষয়টা খুব ভালো লাগলো দেখে। প্রতিটা ফুল কিন্তু খুব চমৎকার লাগছে।
ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের দাম বেশি বেড়েছে।
Twitter share
Puss tweet
বাহ আপনি তো ভাইয়া খুব চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আসলে ভালোবাসা দিবস উপলক্ষে এমনিতে সব জায়গাতে ফুল বিক্রি করা হয়। আর ওই সময় গোলাপ ফুলের দাম একটু বেশি হয়। তবে ৬০ টাকা থেকে ১০০ টাকা হলে মনে হয় ফুলের দাম তেমন বেশি না গোলাপ ফুলের। আর ভালোবাসার দিবসে ভালোবাসা মানুষকে সবাই চায় ফুল দিয়ে বরণ করতে। তবে আপনার ফটোগ্রাফি গুলো সত্যি চমৎকার লাগলো।
হুমম ভালোবাসা দিবস উপলক্ষে দাম একটু বেশি হয়।
শাহবাগের মোড়ে রাস্তার পাশ দিয়ে হাঁটলে মনে হয় যেন ফুলের রাজ্য। ওই জায়গাটুকুতে ফুলের ঘ্রাণে ভোরে থাকে। আমি কিছুদিন আগেও গিয়েছিলাম। এটা ঠিক সেখানে গোলাপ ফুল এবং চন্দ্রমল্লিকা ফুল বেশি পাওয়া যায়। এগুলো দিয়ে সাধারণত ছোটখাটো ফুলের বাকেট তৈরি করে তারা এবং সেগুলো হেঁটে হেঁটে অনেকে বিক্রি করে। যাইহোক আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল।
হুমম রাস্তার পাশে অনেক ফুলের দোকান দেখতে পেয়েছিলাম। সকাল সকাল তাজা ফুল দেখতে পেলাম।
এত এত ফুল একসাথে দেখলে এমনিতেই খুব ভালো লাগে। ১৪ই ফেব্রুয়ারিতে ছিল ফুলের সমাহার। আপনি এত এত ফুল দেখে ফটোগ্রাফি করেছিলেন, এটা তো দেখেই ভালো লাগলো। সবগুলো ফুল দেখতে অনেক সুন্দর লাগছে। আসলে এরকম ফুল গুলোর দাম অনেক বেশি হয়। ফুলের সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম আমি।
এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া। একসাথে এতো ফুল দেখলে ভালোই লাগে
মাঝে মাঝে তো মনে হয় যেন ভালোবাসা দিবসে আমি একটা ফুলের ব্যবসা খুলে নিয়ে বসি। কেননা এই সময় ফুলের এত বেশি দাম থাকে যে তা শুনে আর ফুল কেনার ইচ্ছা চলে যায়। আপনি তো দেখছি ফুল কিনতে গিয়ে দারুণ দারুণ কতগুলো ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন।
হাহা! দাদা এটা ভালো বলেছেন। মাঝে মাঝে আমারও তাই মনে হয়।