You are viewing a single comment's thread from:
RE: অনুভূতির সাথে প্রকৃতির ফটোগ্রাফি || Original Photography by @hafizullah
শুরুতেই বলি সবুজের সমারোহে প্রত্যেকটা ছবি কিন্তু খুব ভালো লাগছে। অনেকদিন বেড়াতে যেতে পারনি শুনে ভালো লাগলো না। মাঝেমধ্যে বেড়াতে না গেলে জীবনটা বড্ড একঘেয়ে হয়ে যায় অন্তত আমার কাছে তো তাই। আবার বিয়ে বাড়ি ও পড়ে গেছে আপনার ফলে চাপটাও কিন্তু বেশ। পুরোপুরি গরম পড়ে যাওয়ার আগে একবার কাছে পেতে হলেও কোথাও বেড়িয়ে আসুন ভালো লাগবে। প্রকৃতি তার সামঞ্জস্য হারিয়েছে অতিরিক্ত ইলেকট্রনিক্স গেজেট এবং মোবাইল নেটওয়ার্ক এছাড়াও নানান ধরনের পরিবেশ দূষণ কোন কিছুরই তো কমতি নেই। আমার তো ধারণা খুব দ্রুতই বড়সড়ো প্রাকৃতিক দুর্যোগের মুখে আমরা পড়বো।