অনুভূতির সাথে প্রকৃতির ফটোগ্রাফি || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগ8 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে না থাক আজ আর অন্য কিছু বলবো না, প্রতিদিন হয়তো একই রকম কথা শুনতে আপনাদের ভালো লাগে না, তাই আর সে বিষয়ে কিছু বললাম না আজকে। বাস্তবতা হলো, একই জিনিষ বা বিষয় বার বার মানুষ খেতে চায় না, তাইতো দেখেন না সিনেমার গল্প একই ধরনের হলেও উপস্থাপন কিন্তু একই রকম থাকে না, কারন পরিচালকও এটা ভালোভাবেই জানেন, একই রকম হলে ব্যবসায় জিরো আসবে। চিন্তা করছি আপনিও সেদিকে হাঁটবো কিনা? হি হি হি।

আজকে প্রকৃতির কিছু ফটোগ্রাফি শেয়ার করবো, যদিও আমার ফটোগ্রাফির আর্কাইভস ছোট হয়ে আসছে, কারণ অনেক দিন হয়ে গেলো বেড়াতে যাচ্ছি না কোথায়ও। গ্রামের বাড়িতে গেলেও খুব বেশী সময় থাকতে পারছি না আবার দ্রুত ফিরে আসতে হচ্ছে। সেই কারণে ফটোগ্রাফিও খুব একটা করতে পারছি না। এইতো কয়দিন আগেও আপনাদের ভাবির সাথে পরামর্শ করলাম কোথায় ঘুরতে যাওয়া যায় সেটা নিয়ে কিন্তু হুট করে আবার বড় বায়রা ভাইয়ের মেয়ের বিয়ে ঠিক হয়ে গেলো, ব্যস আর যাই কোথায়? এখন বিয়ের অনুষ্ঠান দিয়ে শুরু হতে দৌড়াদৌড়ি।

IMG_20240315_130859.jpg

সময় গতিশীল, যেটা একবার চলে যায় সেটা আর কখনো ফিরে আসে না। আর ফিরে আসলে মনের সেই স্বাদ কিংবা আগ্রহ কোনটাই আগের মতো থাকে না। এখন হয়তো আমার হাতে সময় নেই প্রচুর ব্যস্ততা কিন্তু আনন্দময় কিছু সময় ব্যয় করার প্রচন্ড আগ্রহ ঠিক আছে। আবার যখন ব্যস্ততা থাকবে না তখন হয়তো আনন্দ করার আগ্রহটা আর থাকবে না কারণ বয়সের সাথে সাথে মনের ভেতরের আকাংখাগুলোও নিদারুণভাবে পাল্টে যায়। সুতরাং এখন যেটা করতে পারছি না সেটার প্রতি এক ধরনের আগ্রহবোধ রয়েছে কিন্তু যখন সেটা করার সুযোগ পাবো তখন আর আগ্রহটা থাকবে না।

IMG_20240315_130820.jpg

IMG_20240315_130827.jpg

এই জন্যই হয়তো সময়ের কাজ সময়ের মাঝে করা উচিত, যাতে গতিশীল সময়ের সাথে গতিশীল জীবনের একটা সংযোগ তৈরী করা যায়। তা না হলে আমাদের বর্তমান প্রকৃতির মতোই অবস্থা হবে। ইদানিং প্রকৃতির ভাব খুব একটা ভালো মনে হচ্ছে না। হুট করেই যমন গরম অনুভূত হচ্ছে, রাতের গরমের কারনে ফ্যান ছেড়ে ঘুমাতে হচ্ছে। কিন্তু সকালে উঠে আবার ঠিক তার উল্টো চিত্রও দেখতে হচ্ছে। সেদিন রাতে ফ্যান ছেড়ে ঘুমিয়েছিলাম কিন্তু সকালে উঠে বাহিরের দৃশ্য দেখে একদমই অবাক হয়ে গিয়েছিলা, প্রচুর কুয়াশার কারনে সামান্য দূরের কিছুর দেখা যাচ্ছিলো না।

IMG_20240315_130838.jpg

IMG_20240315_130847.jpg

এই রকম অবস্থার জন্য দায়ী আমরা এবং আমাদের মানসিকতা। যে কথা বলতেছিলাম, এখন আমরা যদি সময়ের কথা বিবেচনা করে সবুজ প্রকৃতি বাড়ানোর চেষ্টা না করি, সবুজ গাছেরসংখ্যা বৃদ্ধি না করি, হয়তো আগামী প্রজন্ম এর চেয়েও খারাপ অবস্থার স্বাক্ষী হবে। সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হয় সত্য, কিন্তু সেটাকে মানিয়ে নেয়ার প্রয়োজনীয় প্রস্তুতি যদি থাকে তাহলে হয়তো সমস্যা অতো বেশী হয় না।

তারিখঃ মার্চ ১৫, ২০২৪ইং।
লোকেশনঃ মানিকগঞ্জ, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 days ago 

প্রকৃতি আমার খুব ভালো লাগে। কারন প্রকৃতি হলো বিশ্বস্থ বন্ধু। আপনি আজ অনুভূতি দিয়ে বেশ দারুন কিছু প্রকৃতির ফটোগ্রাফি করেছেন। সেই সাথে খুব সুন্দর করে নিজের অনুভূতির কথা গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 days ago 

শুরুতেই বলি সবুজের সমারোহে প্রত্যেকটা ছবি কিন্তু খুব ভালো লাগছে। অনেকদিন বেড়াতে যেতে পারনি শুনে ভালো লাগলো না। মাঝেমধ্যে বেড়াতে না গেলে জীবনটা বড্ড একঘেয়ে হয়ে যায় অন্তত আমার কাছে তো তাই। আবার বিয়ে বাড়ি ও পড়ে গেছে আপনার ফলে চাপটাও কিন্তু বেশ। পুরোপুরি গরম পড়ে যাওয়ার আগে একবার কাছে পেতে হলেও কোথাও বেড়িয়ে আসুন ভালো লাগবে। প্রকৃতি তার সামঞ্জস্য হারিয়েছে অতিরিক্ত ইলেকট্রনিক্স গেজেট এবং মোবাইল নেটওয়ার্ক এছাড়াও নানান ধরনের পরিবেশ দূষণ কোন কিছুরই তো কমতি নেই। আমার তো ধারণা খুব দ্রুতই বড়সড়ো প্রাকৃতিক দুর্যোগের মুখে আমরা পড়বো।

 8 days ago 

প্রকৃতি যেন এক অমলিন বন্ধু, যার সঙ্গে থাকা মানে শান্তি আর প্রশান্তির অনুভূতি পাওয়া। আজ আপনার দ্বারা প্রকৃতির এমন চমৎকার চমৎকার ছবি দেখে সত্যিই হৃদয় ভরে গেছে। সেই সাথে আপনার অনুভূতিগুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। প্রকৃতির সৌন্দর্য এবং আপনার অনুভূতিগুলি মিলে সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা হয়ে উঠেছে।

 8 days ago 

আসলেই ভাই ৩/৪ দিন ধরে বেশ ভালোই গরম পড়ছে। ফ্যান চালু না করলে তো ঘুম আসছে না। আসলে আবহাওয়া একেবারেই পরিবর্তন হয়ে গিয়েছে। যাইহোক অন্ততপক্ষে পরবর্তী প্রজন্মের কথা ভেবে হলেও,বেশি বেশি গাছ লাগানো উচিত আমাদের। নয়তো পৃথিবীতে টিকে থাকাটা মুশকিল হয়ে যাবে। ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

আসলেই দিন দিন প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে।প্রকৃতির ফটোগ্রাফি আমার কাছে বরাবরই ভালো লাগে।তেমনি আপনার ফটোগ্রাফিগুলি সুন্দর হয়েছে,বিশেষ করে ঘাস ফুলটি।ধন্যবাদ আপনাকে।