You are viewing a single comment's thread from:
RE: শিশুদের উপর পরিবেশের প্রভাব এবং এক বড় ভাইয়ের ভাবনা।
শিশুরা নরম কাদার তালের মত হয়। তাই ছোট থেকে তাকে যেভাবে তৈরি করা হয় সে সেই ভাবেই তৈরি হয়। শিশুরা বড় হওয়ার জন্য সবথেকে যেটা বেশি প্রয়োজন তা হল একটি সুস্থ পরিবেশ। সে ক্ষেত্রে আপনার ওই দাদার সিদ্ধান্ত একদমই সঠিক। ভালো পরিবেশে থাকলে বাচ্চারাও ভালো মানসিকতার মানুষ হয়ে উঠবে এবং যা তাদের ভবিষ্যৎ জীবনে অনেকটাই সাহায্যকারী হবে আসলে বাচ্চার ধর্মই হল খারাপটা তাড়াতাড়ি শিখে নেওয়া। আর যতটা খারাপ দ্রুত পরিমাণে ঢুকে যায় তাকে বের করা কিন্তু ততটাই কঠিন। তাই আমার মতে উনি একদম ঠিকঠাক সিদ্ধান্ত নিয়েছেন।
আমারও চিন্তাটা খুব পছন্দ হয়েছে। এজন্যই শেয়ার করা। ধন্যবাদ দিদি, খুব সুন্দর এবং শিক্ষণীয় মন্তব্য করেছেন।