ভীষণ সুন্দর গদ্যের চলন। এতোদিন আপনার যত ব্লগ পড়েছি আজকের চলনে অনেকখানি সাহিত্য যোগ হয়ছে। এবং লেখার মধ্যেও সেই এক্স ফ্যাক্টর যোগ হয়েছে যা পাঠককে শেষ পর্যন্ত বসিয়ে রাখতে সক্ষম। পড়ার শেষে মিষ্টিমুখের মতো তৃপ্তি কাজ করছে। হৃদয়ের অতল হইতে বলিতেছি আপনার গদ্যটি নিটোল হইয়াছে এবং অত্যন্ত সুখ পাঠ্যও।
একটা টাইপো আছে।
মত, মত মানে হল মতা মত।[যখন তখন জামা কেনায় আমার মত নাই]
আর মতো মানে হল রকম বা সদৃশ। [জন্মদিনে টাটকা জুঁইফুলের মতো ভাত বেড়ে দিয়েছিলেন আমার মা। ] 😀😀
রাগ করবেন না। আপনার লেখনিগুলো পড়ি নিয়মিত। আরও সুচারু গদ্যের অপেক্ষা করি।
দিদি বানান ঠিক করে দিয়েছি।
আমি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি।