You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩০

in আমার বাংলা ব্লগ6 months ago

সম্ভবনায় জল দাও, আলো দাও
সূর্য এসে পড়বে লুটিয়ে
সমৃদ্ধির গগনে উড়বে পাখি, জ্বলবে তারা
ভুবন হাসবে ঝলমলিয়ে।

পুসের রাজ্যে আজ তাই লিখেছি
রাজসভার সামান্য কিছু কল্প-চিত্র
এগারো রত্ন বইছে মহারাজের আদেশ
হাতে হাত মিলিয়ে হয়েছে সবাই মিত্র।

তাই তো বলি পুসই দ্বিতীয় সূর্য পুসই হল চন্দ্র
ভুলবে না যারা তারাই প্রহরীর আসল অতন্দ্র ।