আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩০


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

সম্ভাবনার নতুন দুয়ায়ে
আলোর উদ্ভাসে নতুন সূর্য
ভালোবাসার নতুন পরশে
সমৃদ্ধির মায়ায় নতুন দিগন্ত।

সম্পর্কের নতুন বন্ধনে
সংযোগের স্পর্শে নতুন চঞ্চল,
ভরসার নতুন বিশ্বাসে
সফলতার ছায়ার নতুন ভুবন।

লেখক

@hafizullah

লেখক এর অনুভূতি:

$PUSS নতুন আলোয়-নতুন বিশ্বের-নতুন সম্পর্কের হাতছানি দিচ্ছে, বিশ্বাস কিংবা ভরসায় এগিয়ে যাওয়ার এটাই নতুন ‍সুযোগ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

নতুন আলোর নতুন দিনের
আশার সম্ভাবনা নিয়ে,
পুস এলো আজ আমার বাংলা ব্লগ
কমিউনিটিতে খুশির বার্তা নিয়ে।
নতুন সংযোগে নতুন ভাবনা
ভরসা ও বিশ্বাস সফলতায়
এগিয়ে যাবে পুস,
এইতো চিন্তা আজ মনে।
নতুন সূর্য ওকি দিচ্ছে আমাদের মাঝে
রঙিন আশায় আনন্দে মন পুশকে নিয়ে ।

 last year 

সম্যক্‌ ভাবনাগুলি নব দ্বারে
আলোক রশ্মিরা এখন ছড়িয়ে
ভালোবাসার কোমল পরশে
ঐশ্বর্যরা বিস্তৃত দিক্‌চক্রবালে।

সংযোগের নব বাঁধনে
সংস্রবের অনুভূতিতে অস্থির,
বিশ্বাসের দৃঢ়তায় নির্ভর
সিদ্ধিযুক্তর ছোঁয়ায় নতুন চরাচর।।

 last year 

আপনার অনু কবিতাগুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে দিদি। আপনার অনু কবিতার প্রতিটি লাইন সুন্দর হয়েছে। সমৃদ্ধ শব্দতে কবিতাটি ভরপুর।

 last year 

নতুন আশা, নতুন আলো,
স্বপ্ন জাগে দিনের আলো।
ভালোবাসার নরম ছোঁয়া,
মিটে যায় সব ব্যথা-খোঁয়া।

বন্ধনে মিলে সব প্রাণ,
বিশ্বাসে গড়ে নতুন সন্ধান।
সাফল্যের পথে সবাই চলি,
নতুন দিনের আলোয় ভাসি।

 last year 

ওয়াও ভাই সঙ্গে সঙ্গে আপনিও দেখছি চমৎকার অনু কবিতা লিখেছেন পড়ে অনেক ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।

 last year 

ভরসা রাখো আসবে নতুন ভোর
পুসের পরস আসবে মোদের হাতে
সম্পর্কেও টানছে নতুন কেউ
সকল কয়েন হোল্ড করি একসাথে

নতুন সূর্য দিচ্ছে আলো ফের
অন্ধকারেও উঠছে ঊষার আলো
ভরসা থেকেই সব জীবনের শুরু
রঙিন আলোয় সবকিছু জমকালো

 last year 

বাহ্ দাদা আপনার কোন কবিতাটি চমৎকার হয়েছে এককথায় অসাধারণ। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 last year 

নতুন পথে স্বপ্নের ছোঁয়া,
চলছি আমরা আলোর রথে।
মেলবো আশার বুকে সমুদ্র,
নতুন দিগন্তের সোনালি স্বপনে।

অজানা হাতের ছোঁয়ায় সুর,
বন্ধনের মাঝে নতুন ভাষা।
বিন্দু বিন্দু ভরসার জাল,
গড়ে উঠুক সফলতার মহাসাগর।

 last year 

সম্ভবনায় জল দাও, আলো দাও
সূর্য এসে পড়বে লুটিয়ে
সমৃদ্ধির গগনে উড়বে পাখি, জ্বলবে তারা
ভুবন হাসবে ঝলমলিয়ে।

পুসের রাজ্যে আজ তাই লিখেছি
রাজসভার সামান্য কিছু কল্প-চিত্র
এগারো রত্ন বইছে মহারাজের আদেশ
হাতে হাত মিলিয়ে হয়েছে সবাই মিত্র।

তাই তো বলি পুসই দ্বিতীয় সূর্য পুসই হল চন্দ্র
ভুলবে না যারা তারাই প্রহরীর আসল অতন্দ্র ।

 last year 

সম্ভাবনার নতুন দুয়ায়ে
আলোর উদ্ভাসে নতুন সূর্য
ভালোবাসার নতুন পরশে
সমৃদ্ধির মায়ায় নতুন দিগন্ত।

সম্পর্কের নতুন বন্ধনে
সংযোগের স্পর্শে নতুন চঞ্চল,
ভরসার নতুন বিশ্বাসে
সফলতার ছায়ার নতুন ভুবন।

 last year 

অমাবস্যার কালো মেঘ মুছে গিয়ে আজ
উঠেছে সম্ভাবনার এক নতুন সূর্য,
অনুভূতির সীমাহীন পরশে আজ তাই
খুজে পেয়েছি নতুন এক দিগন্ত।

নয়া বন্ধনে মন আজ তাই শিহরিত
অনুভূতির স্পর্শে হয়ে উঠি চঞ্চল,
আত্মবিশ্বাস আজ বুঝি উঠেছে তুঙ্গে
সফলতায় তাই শিহরিত প্রতিটি স্পন্দন।

 last year 

ভাই আজকে আপনি যে অনু কোন কবিতাটি লিখেছেন পড়ে হৃদয় ছুঁয়ে গেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 last year 

সম্ভাবনার নতুন দুয়ায়ে
আলোর উদ্ভাসে নতুন সূর্য
ভালোবাসার নতুন পরশে
সমৃদ্ধির মায়ায় নতুন দিগন্ত।

সম্পর্কের নতুন বন্ধনে
সংযোগের স্পর্শে নতুন চঞ্চল,
ভরসার নতুন বিশ্বাসে
সফলতার ছায়ার নতুন ভুবন।

 last year 

নতুনের আহ্বানে জাগে
আশার রঙে রঙিন ভোর,
স্বপ্নের ডানায় ভাসে
সম্ভাবনার আরও উঁচু সোপান।

আলো-ছায়ার খেলায় গড়ে
একটি নতুন গল্পের বাঁধন,
ভালোবেসে বুনে যায়
একটি নতুন পৃথিবীর গান।