You are viewing a single comment's thread from:

RE: বোয়াল মাছের ভুনা রেসিপি😋।

in আমার বাংলা ব্লগ6 days ago

কি যে দেখালেন আপনি। দেখেই তো এখন আর লোভ সামলাতে পারছি না। এই ধরনের খাবারগুলো খেতে পছন্দ করে না এরকম মানুষ তো খুব কম রয়েছে বলে আমার মনে হয়। আপনি তো দেখছি অনেক বেশি করে তৈরি করেছেন। আমাকে বলতেন তাহলে আমিও যেতাম এটি খাওয়ার জন্য। আশা করছি পরবর্তীতে তৈরি করলে অবশ্যই আমাকে বলবেন 😇। রেসিপি টা সত্যি অনেক লোভনীয় ছিল।

Sort:  
 4 days ago 

ভাইয়া আমার তো মনে হয় খুব কম নই কেউই এসব খাবার অপছন্দ করে না। আমার মতে সবাই বোয়াল মাছ পছন্দ করে। ভাইয়া দাওয়াত রইলো যখনই আমাদের বাসায় আসবেন আপনাকেও বোয়াল মাছের ভুনা রান্না করে খাওয়াবো ইনশাআল্লাহ।