অনেক মজাদার পাকোড়া রেসিপি তৈরি করেছেন তো আপনি। দেখেইতো জিভে জল চলে আসলো। মজার মজার পাকোড়া গুলো খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এই ধরনের পাকোড়া গুলো বিকেল বেলায় বেশি মজা করে খাওয়া যায়। আপনার তৈরি করা আজকের পাকোড়া রেসিপি টা আমার খাওয়া হয়েছে অনেকবার। এটা তো আমার অনেক মজা লাগে খেতে।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করেছেন জন্য।