You are viewing a single comment's thread from:
RE: ছাদের উপর থেকে বিমান দেখা যায় @dmaherban|| 10% shy-fox & 5% for abb-school
গরম ও রোদের মধ্যে হঠাৎ মুহূর্তের মধ্যে বৃষ্টির তীব্র বর্ষণ পরিলক্ষিত করছি।
আসলে বর্তমানে আবহাওয়া এমনই হয়ে গিয়েছে কি আর করা যাবে ভাইয়া। সময়ের জিনিস সময় হয়না অসময়ে হতে শুরু করে দিয়েছে। অনেকদিন পর আজকে বৃষ্টিতে ভিজলাম খুবই ভালো লাগলো আমার কাছে।
জি ভাইয়া, আবহাওয়া ও অঞ্চল ভেদে প্রকৃতির বিবর্তন, মানুষের জীবনকেও প্রভাবিত করছে। ধন্যবাদ আপনাদের সুন্দর মন্তব্যের জন্য। আমি দেখেছি আপনি অনেক পরিশ্রমী। আপনি অনেক পোস্ট পড়েন ও দেখেন। শুভকামনা রইল আপনার জন্য। আপনার মনের আশা যেন পূরণ হয়।