ইফতারের সময় যত কিছুই থাকুক না কেনো,ভাজাপোড়া না খেলে আসলেই ভালো লাগে না। তবে আপনার যেহেতু এলার্জির সমস্যা রয়েছে, সেহেতু বেগুনি স্কিপ করেন। কারণ কোনো খাবার না খেয়ে যদি একটু ভালো থাকা যায়,তাহলে সেটা না খাওয়া-ই উত্তম। যাইহোক আপনার জন্য শুভকামনা রইলো আপু।