নিজেকে আড়াল করে রাখা দোষের কিছু না, তবে রওনক আড়াল করে কেন নিজেকে রাখে সেটা যখন নাসিব জানতে চেয়েছিল,এটাই যেন মাঝরাতে দুজনের মন খারাপের কাল হয়ে দাঁড়িয়েছিল।
আসলে পুরনো বন্ধুদের সাথে এতো হিসাবনিকাশ করে কথা বলতে হয় না। তাছাড়া পুরনো বন্ধুদেরকে যেকোনো কিছুই জিজ্ঞেস করা যায়। কিন্তু রওনক ব্যাপারটা ভালোভাবে নেয়নি। এসবক্ষেত্রে নাসিব কেনো,যে কেউ কষ্ট পেতে পারে। নাসিব রওনক কে যতটা আপন ভেবেছে,রওনক হয়তো ততটা আপন ভাবতে পারেনি নাসিবকে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কে কাকে কিভাবে নেয় তা তো বলা খুব মুশকিল ভাই, সবাই তো মুখোশ পড়ে থাকে।