আপনি নিশ্চিন্তে নিজের জিএফকে নিয়ে শপিং সেন্টার ঘুরে আসতে পারবেন, থুক্কু ভাবিকে নিয়ে হি হি হি।
ভাই পুসের ডেবিট কার্ড আসলে কিন্তু আমাদের কমিউনিটির অবিবাহিত ছেলেদের গার্লফ্রেন্ডের অভাব হবে না হা হা হা। যাইহোক আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি পুসের ডেবিট কার্ডের জন্য। আশা করি ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি আমাদের এই স্বপ্ন পূরণ হবে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হা হা হা এটা কিন্তু সত্য কথা, সাথে বিবাহিতরাও কিন্তু বিপদে পড়ে যাবে সেটাও মাথায় রাখিয়েন।