$PussFi - The Dream Card
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে শীতের চঞ্চলতায় নিজেকে খুব বেশী ধরে রাখতে পারছি না, কারন এই শীত, এই গরম, একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে। যদিও ঢাকার বাহিরে নাকি প্রচুর শীত অনুভূত হচ্ছে এবং সেটাও প্রতিনিয়ত আমার বাংলা ব্লগের কল্যানে জানতে পারছি। যাইহোক, আমাদের এই দিকের অবস্থা ভালো কারন খুব একটা শীত অনুভূত হচ্ছে না, যদিও চারপাশের পরিবেশটা কিছুটা কুয়াশাময় দেখা যাচ্ছে। তবে সেগুলোও নাকি কুয়াশা নয় বরং দূষিত ধুলোকণা।
প্রকৃতির ভাব বুঝা সত্যি খুবই কঠিন কাজ, আর সেই কাজটাকে আমরা আরো বেশী কঠিন করে তুলেছি প্রকৃতি ও পরিবেশটাকে নষ্ট করে। যেহেতু শহরের বাহিরের পরিবেশ এখনো অনেকটা সতেজ এবং সবুজ আছে, সেহেতু সেদিকের পরিবেশ এখনো কিছুটা ঋতুময় আছে। শীতের সময় যেমন হাড় কাঁপুনি শুরু হয়ে যায় ঠিক তেমনি বর্ষার সময়ে বন্যার পানিতে অস্থির হয়ে যেতে হয়, তবুও ভালো যে তারা প্রকৃতির প্রকৃত স্বাদটা উপভোগ করতে পারেন। যদিও জন জীবনে কিছুটা বিপর্যয় গ্রস্ত হয়ে যায় এবং সেটাকে মেনে নিতে অনেকেই বাধ্য হয়, কষ্টকর হলেও।
যাইহোক, আমার আজকের বিষয় সেটা নয় বরং আজকে আমার বিষয় হলো $PUSSFI- The Dream Card অর্থাৎ PussFi Mastercard যেটার বিষয়ে ইতিমধ্যে আপনারা আমাদের প্রতিষ্ঠাতার পোস্ট এর মাধ্যমে জানতে পেরেছেন। আসলে একটা স্বপ্ন, আমরা সবাই সেটাকে দারুণভাবে হৃদয়ের লালিত করছি। কারন একটা প্রজেক্ট তখনই পূর্ণতা পায়- যখন তার সদস্যবৃন্দ তার ভবিষ্যৎ নিয়ে নানা স্বপ্ন লালিত করে এবং সেদিকে চিত্ত হৃদয়ে এগিয়ে যায়। আমরা ঠিক তেমন একটা অনুভূতি নিয়ে $PUSSFI- The Dream Card এর জন্য অপেক্ষা করছি।
যদিও তার বিষয়ে অনেক কিছু ইতিমধ্যে আমরা জেনে গেছি, পর পর কয়েকটি হ্যাংআউটে আমাদের প্রতিষ্ঠাতা বিষয়টিকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আর তার কারনেই আমাদের স্বপ্নটা আরো বেশী উত্তেজনাকর হয়ে উঠেছে। চিন্তা করে দেখুন, আপনি শপিং করতে যাবেন, কোন চিন্তা নেই $PUSSFI-Mastercard আপনার জন্য সেটাকে আরো বেশী সহজসাধ্য করে তুলবে। আপনি নিশ্চিন্তে নিজের জিএফকে নিয়ে শপিং সেন্টার ঘুরে আসতে পারবেন, থুক্কু ভাবিকে নিয়ে হি হি হি। আপনি ক্যাশ টাকা তুলবেন সেটাও মুহুর্তের মাঝে পুশ সেল দিয়ে এটিএম বুথ হতে টাকা তুলতে পারবেন।
এগুলো হয়তো এখনো আমাদের কাছে অনেকটাই স্বপ্নের মতো মনে হচ্ছে কিন্তু না সেটা আর স্বপ্ন থাকবে না বরং বাস্তবতা হয়ে ধরা দিবে। হয়তো আরো কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে, তারপর দেখবেন সব সত্যি হয়ে গেছে। $PUSS একটা কয়েন নয় বরং সেটা ইউটিলিটি কয়েন, $PUSS একটা স্বপ্ন না বরং সেটা স্বপ্ন পূরনের Mastercard। যখন তখন নিজের কিংবা প্রিয় মানুষগুলোর প্রয়োজনে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো আমাদের এই $PUSSFI- The Dream Card। এখন শুধু সেই সুন্দর সময়ের অপেক্ষা আর অপেক্ষা।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমাদের রংপুরে ওয়েদার এর বাজে অবস্থা হয়ে গেছে আজকে সকালে দেখলাম আট ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে তাপমাত্রা। শহরের তুলনায় গ্রাম অঞ্চলে তাপমাত্রার অনেক বাজে অবস্থা সৃষ্টি হয়েছে। যাই হোক পুসফী মাস্টার কার্ড নিয়ে সুন্দর কিছু কথা লিখেছেন ভাই। যা ইতিপূর্বে আমাদের প্রতিষ্ঠাতা সহ কমবেশি কয়েকজনের পোস্টে দেখতে পেলাম। এটা সত্যিই আমাদের জন্য অভাবনীয় বাস্তব কথা। অপেক্ষায় রইলাম কবে পুসফি এর মাস্টার কার্ড হাতে পেতে পারি।
হুম, ঐ দিকের অবস্থা খুবই খারাপ এটা পত্রিকা পড়েই জানা যাচ্ছে কিন্তু শহরের মাঝে তেমন না।
আমাদের এই স্বপ্ন টি হয়তো আর অল্প কিছু দিনের মধ্যেই বাস্তবে পরিণত হবে। তবে, আমরা সকলেই এই স্বপ্ন টি পূরণ করার অপেক্ষায় রয়েছি।পুসফাই প্রজেক্টের মাস্টারকার্ড পাবো, এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। যাইহোক, আমরা আশা করতে পারি, ভবিষ্যতে এর থেকে ও ভালো কিছু হবে।
একদমই ভাই, সব কিছুই সম্ভব হচ্ছে দাদার কারনে।
দাদার পোস্টে যদিও ইতিমধ্যে জেনেছি আমাদের এই স্বপ্নের কার্ডের বিষয়টি।আসলে এক এক করে সব স্বপ্নই আমাদের পূরণ করবো আমরা সবাই মিলে।নিজস্ব পুস কয়েনকে নিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে চাই সবাই একসাথে।স্বপ্নের কার্ডটির জন্য এবার অপেক্ষার পালা।আশাকরি খুব স্বল্প সময়ের মধ্যে ই আমরা দেখতে পাবো।
PUSS মানেই স্বপ্ন পূরণের নতুন যাত্রা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ।
ভাই পুসের ডেবিট কার্ড আসলে কিন্তু আমাদের কমিউনিটির অবিবাহিত ছেলেদের গার্লফ্রেন্ডের অভাব হবে না হা হা হা। যাইহোক আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি পুসের ডেবিট কার্ডের জন্য। আশা করি ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি আমাদের এই স্বপ্ন পূরণ হবে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হা হা হা এটা কিন্তু সত্য কথা, সাথে বিবাহিতরাও কিন্তু বিপদে পড়ে যাবে সেটাও মাথায় রাখিয়েন।
দাদার থেকে প্রথম শোনার পরেই বেশ আগ্রহী আমি ব্যাপার টা নিয়ে। আমার একটা মাস্টারকার্ড এখন প্রয়োজন। আর সেটা যদি pussfi এর হয়ে থাকে তাহলে তো কোন কথাই নেই। বেশ দারুণ একটা নিউজ।
তবে এটা মেনে নিতে পারলাম না ভাই। প্রথমত ঐসব ঝামেলা নাই। থাকলেও আজাইরা ঘোরাঘুরি করতাম না হা হা হা।