গল্পটি একেবারে রহস্যময় এবং ভৌতিক আবহে ভরপুর। অতনুর ভয় এবং কৌতূহল, সেই সাথে অচেনা ফোনকলের ধ্বনির মাধ্যমে গল্পটি এক নতুন মাত্রা লাভ করেছে। পূর্বপুরুষের রহস্য এবং শক্তির সূচনা গল্পটিকে আরও আগ্রহজনক করেছে। গল্পের পরবর্তী অংশে কি হতে পারে, সেটা পড়ার অপেক্ষায় রইলাম।