স্বরচিত কবিতা:- "ফিরে এসো"

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

নতুন একটি কবিতা নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও একটি কবিতা লিখেছি। কবিতা লেখার জন্য নিরিবিলি একটি জায়গার প্রয়োজন, যা আমার আছে। আমি সারাদিন-রাত ঘরে একাই থাকি। যখন লেখালেখি করি, তখন বারান্দায় বসে থাকি। বারান্দার সামনে বড় বড় কয়েকটি গাছ এবং বিশাল একটি ঈদগাহ মাঠ রয়েছে। এই পরিবেশ যেন কবিতা লেখার জন্য আদর্শ। তাই যখন কবিতা বা অন্য কিছু লিখতে বসি, বারান্দায় বসেই লিখি। যাই হোক, এ নিয়ে আর কথা না বাড়িয়ে মূল বিষয়ে আসি।

আজ আপনাদের জন্য যে কবিতাটি শেয়ার করতে যাচ্ছি, তার নাম "ফিরে এসো"। প্রিয় মানুষটিকে ছাড়া জীবন যেন হাহাকার করে। তাই এই কবিতার মাধ্যমে আমি ভালোবাসার মানুষটিকে ফিরে আসার আহ্বান জানিয়েছি। পুরো কবিতাটি পড়লে আশা করি আপনারা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবেন।

চলুন, এবার কবিতাটি পড়ে আসি…

1000046270.png

"ফিরে এসো"
মোঃ ফয়সাল আহমেদ

দিন যায়, দিন আসে,
তবুও কেন আসো না?
তোমার পথ চেয়ে বসে থাকি,
তুমি কি তা জানো না?

বাতাসে ভাসে স্মৃতির সুর,
তবু তুমি শোনো না কেন?
চাঁদ জেগে থাকে একলা রাতে,
তবুও তুমি দেখো না কেন?

বলেছিলে আমায় ছাড়া
যাবে না কোথাও দূরে,
তবে ঠিকই চলে গেলে
আমায় একলা করে!

বাতাস বলে, নদী বলে,
তুমি নাকি আসবে ফিরে?
আমি বলি, ছলনা সবই,
তুমি কি ফিরবে কভু নিরবে?

আকাশ জুড়ে অন্ধকার,
তবুও আমি জ্বালাই আলো,
আসবে তুমি এই আশাতে
রেখেছি হৃদয়ের দ্বার খুলে।

আচ্ছা হয়েছে, অনেক হলো,
এবার তো ফিরে এসো,
তোমার ছোঁয়ায় বাঁচতে চাই,
এই মনটাকে সুধা দিও।

তোমায় ছাড়া একলা আমি,
জীবনটা যে হাহাকার,
ফিরে এসো, স্পর্শ দাও,
ফিরিয়ে দাও আমার সুখ!

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 2 months ago 

অসাধারণ একটি কবিতা লিখেছেন। আসলে ভালবাসার প্রিয় মানুষকে ফিরে পেতে খুবই ইচ্ছা করে। তার জন্য অপেক্ষা করা হয়। আপনার কবিতাটির মাধ্যমে ভালোবাসা প্রিয় মানুষকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। আশা করছি সে ফিরে আসবে।

 2 months ago 
 2 months ago 

এই কবিতাটি এক গভীর অপেক্ষা ও একাকীত্বের অনুভূতি প্রকাশ করে। প্রিয়জনের অভাবে হৃদয়ের দুঃখ আর স্মৃতির সুর যেন অদৃশ্যভাবে ফিরে আসার আহ্বান জানাচ্ছে। "ফিরে এসো" কথাটি সেই আশা ও আকাঙ্ক্ষার প্রতীক, যা এক নিঃশব্দ কষ্টের মাঝে ছড়িয়ে পড়ে। কবি যেন ভালোবাসার প্রতি অমলিন বিশ্বাস জাগিয়ে তোলে। প্রতিটি শব্দে অনুভূতির তীব্রতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। একে একে হারানো সুখ ফিরে পাওয়ার আশায় কবি হৃদয়ের দ্বার খুলে রেখেছেন।

 2 months ago 

আপনার লেখা কবিতাটা পড়তে আমার খুবই ভালো লেগেছে। সব সময় এত সুন্দর টপিক নিয়ে কবিতা লিখে থাকেন দেখে খুব ভালো লাগে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে, কবিতার সবগুলো লাইন এত সুন্দর ভাবে লিখে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ। আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে অনেক সুন্দর সুন্দর কবিতা এখন লিখতে পারেন।

 2 months ago 

দারুন কবিতা লিখেছেন ভাইয়া আপনি। আপনার লেখা কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগে। ফিরে এসো কবিতাটি অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। এই ধরনের আকুতি নিয়ে লেখা কবিতাগুলো আমার কাছে খুবই ভালো লাগে।

 2 months ago 

1000057872.jpg

 2 months ago 

এত সুন্দর টপিক নিয়ে পুরো কবিতা লিখেছেন দেখে আমার খুব ভালো লেগেছে। ভালোবাসার মানুষকে নিয়ে পুরো কবিতাটা লেখার কারণে পড়তে একটু বেশি ভালো লেগেছে। ছন্দ মিলিয়ে অনেক সুন্দর করে পুরো কবিতাটা লেখা হয়েছে। আশা করছি এরকম সুন্দর কবিতা গুলো আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে এভাবে শেয়ার করবেন।

 2 months ago 

স্বরচিত কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার লেখা আজকের কবিতা টি দারুণ হয়েছে। খুবই সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে পুরো কবিতা টি আমাদের মাঝে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 months ago 

একেবারে অসাধারণ একটি কবিতা তৈরি করে আজকে আপনি আমাদের মানুষের আজকে আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা পড়ে খুব ভালো লাগলো যেভাবে আপনি আজকে যে সুন্দর কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা আপনার খুব ভালোভাবেই ফুটে তুলেছে একই সাথে এখানে আমাদের সাথে রয়েছে আপনি খুব সুন্দর ভাবেই বজায় রেখেছেন এর মধ্যে সবগুলো লাইনে আমার অনেক ভালো লেগেছে তার মধ্যে কিছু লাইন হল

আকাশ জুড়ে অন্ধকার,
তবুও আমি জ্বালাই আলো,
আসবে তুমি এই আশাতে
রেখেছি হৃদয়ের দ্বার খুলে।

 2 months ago 

আমার মন তার অপেক্ষায় থাকে। অপেক্ষা করে সে ফিরে আসবেই। কিন্তু আমার মস্তিষ্ক বলে সে কখনোই ফিরে আসবে না। এভাবেই চলছে। জানি সে ফিরবে না। বেশ দারুণ লাগল আপনার কবিতা টা ভাই। বেশ অসাধারণ লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।।