স্টিমিটের ডেভলপমেন্ট নিয়ে আমার নিজস্ব মতামত।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


20221117_151835_0000.png
ব্যানারটি Canva Apps মাধ্যমে তৈরি করা হয়েছে।

কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন।
আজকে আপনাদের সাথে আমি একটি সম্পূর্ণ ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক..

আমার বাংলা ব্লগের যাত্রা শুরু হয়েছে প্রায় দেড় বছরের মত হল। যেদিন থেকে আমার বাংলা ব্লগের এডমিন / মডারেটর এর দায়িত্ব পায় সেদিন থেকে আমার বাংলা ব্লগকে কিভাবে একটি ভাল ব্লগিং কমিউনিটি হিসেবে গড়ে তোলা যায় সে চিন্তা ভাবনা করতাম। দাদা ও আমাদের সেই মোতাবেক দিক নির্দেশনা দিতেন। সে দিক থেকে আমরা অনেকটা সফলও বলতে পারেন। আমাদের সকল ধ্যান-ধারণার ছিল আমার বাংলা ব্লগ কেন্দ্রিক। আমার বাংলা ব্লগের বাহিরে আমরা সাধারণত স্টিমিট এর অন্য কমিউনিটি কিংবা অন্য কোনো দিকে তেমন একটা খেয়াল রাখতাম না।

কিন্তু সময়ের সাথে সাথে আমাদের চিন্তা ধারায় কিছুটা পরিবর্তন আসলো। যেহেতু স্টিম ব্লকচেইন এর উপর ভিত্তি করেই আমার বাংলা ব্লগ কমিউনিটি , তাই শুধু আমার বাংলা ব্লগ কমিউনিটি কে নিয়ে পরে থাকলে আমাদের চলবে না, পুরো স্টিম ব্লক চেইনে আমার বাংলা ব্লগের আধিপত্য বিস্তার করতে হবে। এছাড়া দাদার যেহেতু একটি বড় ইনভেস্টমেন্ট আছে স্টিম কয়েন এ সেহেতু স্টিম ব্লক চেইনের উপর প্রভাব বিস্তার করা আমাদের জন্য অনেকটাই সহজ হবে।

সেই পরিকল্পনা মোতাবেক প্রথমে আমরা কাজ শুরু করি উইটনেস নিয়ে, আপনারা নিশ্চয় জানেন যে স্টিম ব্লক চেইনের পুরোটাই নিয়ন্ত্রণ করে টপ ২০ জন উইটনেস , তাই আমাদের প্রথম টার্গেট ছিল আমার বাংলা ব্লগ থেকে স্টিম ব্লকচেইন এ একটি উইটনেস নোড রান করানো, এবং যত দ্রুত সম্ভব আমাদের উইটনেসটি যাতে টপ টুয়েন্টিতে প্রবেশ করে সে সে অনুযায়ী কাজ করা। এক্ষেত্রেও আমরা বেশ সফল, খুব কম সময়ের মধ্যেই আমার বাংলা ব্লগ থেকে প্রতিনিধিত্ব করা @bangla.witness টপ ২০এর ভিতরে চলে আসে। বর্তমানে bangla.witness ১৩ তম অবস্থানে আছে। আশা করছি কিছুদিনের মধ্যে এটি টপ টেন এর ভিতরে প্রবেশ করবে।

এখন আমাদের বর্তমান পরিকল্পনা হচ্ছে bangla.witness কে সামনে রেখে স্টিমেট এর বিভিন্ন ডেভলপমেন্ট কাজ করা। তবে এখানে আরেকটি খুশির খবর হচ্ছে, আমাদের এই ডেভলপমেন্ট যাত্রায় @rme দাদার সাথে নতুন একজন যুক্ত হচ্ছেন, তাকে নিশ্চয়ই এতদিন আপনরা সবাই চিনে গেছেন , তিনি হচ্ছেন @hungry-griffin তিনি দাদার খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু। নিশ্চয়ই সকলেই @hungry-griffin এর এই পোস্টটি পড়েছেন। তিনি কিছু ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রস্তাবনা দিয়েছেন স্টিমিট এর ডেভেলপমেন্ট নিয়ে। তার প্রস্তাবের সাথে আমরা সম্পূর্ণ একমত। ব্যক্তিগতভাবে আমার বেশ পছন্দ হয়েছে তার প্রস্তাবনাগুলো।

hungry-griffin এই প্রস্তাবনাগুলো নিয়ে@rme দাদা আমার বাংলা ব্লগের সকল এডমিন মডারেটরদের নিয়ে একটি মিটিং ডেকেছিলেন। উক্ত মিটিংয়ে @rme দাদা, প্রত্যেক এডমিন -মডারেটরদের, স্টিমিটের ডেভলপমেন্ট বিষয়ে প্রত্যেকের নিজস্ব মতামত তুলে ধরতে বলেছিলেন। পরবর্তীতে তিনি কিছু প্রশ্ন দেন, ওই প্রশ্নগুলোর ওপর ভিত্তি করেই, প্রত্যেককে তাদের মতামত পোষ্টের মাধ্যমে প্রকাশ করতে বলেন।

আজকে আমি দাদার ওই প্রশ্নগুলোর ওপর ভিত্তি করেই স্টিমিট ডেভলপমেন্ট নিয়ে আমার নিজস্ব মতামত প্রকাশ করছি। দাদার প্রশ্নগুলো ছিলঃ

১। স্টিমিট ডেভেলপমেন্ট এর জন্য আমরা কি কি কন্ট্রিবিউশন রাখতে চাই?
২। এই সকল ডেভেলপমেন্ট এর জন্য কোন ধরনের ডেভলপার নিয়োগ দিতে হবে?
৩। ঐসকল ডেভলপমেন্ট কাজের জন্য বাজেট কত হতে পারে?
৪। এই সকল ডেভেলপমেন্ট এর খরচ কোথায় থেকে আসবে?
৫। সম্পূর্ণ ডেভলপমেন্ট কাজে অ্যাডমিনিস্ট্রেশনে কে কে থাকবেন?
নিম্নে আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমার নিজের মতো করে দেওয়ার চেষ্টা করছিঃ


স্টিমিট ডেভেলপমেন্ট এর জন্য আমরা কি কি কন্ট্রিবিউশন রাখতে চাই?

স্টিমিট এর ডেভেলপমেন্টের জন্য আমার বাংলা ব্লগের পক্ষ থেকে যেসকল কন্ট্রিবিউশন রাখা উচিত বলে আমি মনে করি,

  • স্টিম ব্লকচেইন এর উপর ভিত্তি করে একটি নিজস্ব ব্লগিং ওয়েবসাইট।
  • স্টিম ব্লকচেইন এর উপর ভিত্তি করে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস।
  • স্টিম ব্লকচেইন এর উপর ভিত্তি করে একটি আইওএস অ্যাপস।
  • স্টিম ব্লকচেইন এর ব্লক এক্সপ্লোরার এবং স্টিম ব্লকচেইন এর গুরুত্বপূর্ণ কিছু টুলস নিয়ে একটি ওয়েবসাইট।
  • NFT(non-fungible token) প্রজেক্ট।
  • DeFi (Decentralized finance) প্রজেক্ট।

প্রথমেই আমাদের স্টিম ব্লকচেইন এর উপর ভিত্তি করে একটি নিজস্ব ব্লগিং ওয়েবসাইট প্রয়োজন।যেটার ডোমেইন(steemit.blog ) দাদা অলরেডি কিনে রেখেছেন। কারণ মাঝে মাঝেই steemit.com ওয়েবসাইটটি ডাউন থাকে , যার কারণে আমরা ব্লগিংয়ে বেশ সমস্যার সম্মুখীন হয়, এছাড়া steemit.com অনেক গুরুত্বপূর্ণ ফিচার নেই, steemit.blog আমরা এমন ভাবে সাজাবো যাতে করে এখানে আমাদের প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ টুলস গুলো থাকে, যেমনঃ ডেলিগেশন সিস্টেম, exchange, transfer filtering ইত্যাদি ।

ওয়েবসাইটের পাশাপাশি যেহেতু এখন অধিকাংশ ইউজারই মোবাইল ফোনের মাধ্যমে ব্লগিং বেশি করেন তাই যদি একটি এন্ড্রোয়েড অ্যাপস ডেভলপ করা যায় তাহলে ইউজারগণ ব্লগিং করতে আরো স্বাচ্ছন্দ্যবোধ করবে। অ্যান্ড্রয়েড অ্যাপস এর পাশাপাশি একটি যদি আইওএস অ্যাপ ডেভেলপ করা হয় তাহলে সেটি স্টিমিটের জনপ্রিয়তা বৃদ্ধির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কেননা স্টিমেট এর অন্যান্য দেশের ব্যবহারকারী বিশেষ করে কোরিয়ান এবং আমেরিকার ইউজাররা আইফোন ব্যবহার করে।

এরপর আসি ব্লক এক্সপ্লোরারের কথা। আমরা স্টিম ব্লক চেইনের ব্লক কিংবা ট্রানজেকশন সার্চের জন্য, বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করি । যদি আমাদের নিজস্ব একটি ব্লক এক্সপ্লোরার ওয়েবসাইট থাকে। তাহলে এটি আমাদের জন্য বেশ সুবিধা হবে।

সর্বশেষ NFT এবং DeFi প্রজেক্ট নিয়ে কিছু কথা বলি। বর্তমান সময়ে NFT এর বেশ জয়জয়কার অবস্থা। যদি আমরা স্টিম বেইসড একটি NFT তৈরি করি, এবং উক্ত NFT যেসকল ব্যক্তি হোল্ড করবেন তারা তাদের পোস্টে আলাদা একটি কিউরেশন একাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণের আপভোট পাবেন । এছাড়াও অন্যান্য আরো অনেক সুবিধা দেওয়া হবে তাদেরকে। এবং এখানে যদি আরো একটি অপশন রাখা হয় এমন যে, আমরা স্টিম ফেস্ট আয়োজন করব প্রতি বছর এবং স্টিম ফেস্টে উক্ত NFT হোল্ডার গ্রাহকেরা কোন প্রকার ফি ছাড়াই স্টিম ফেস্টে অংশগ্রহণ করতে পারবে। DeFi প্রজেক্ট এর ব্যাপারে আমার মতামত হল। স্টিমিট কে আমরা শুধুমাত্র একটি ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম হিসেবে না ভেবে যদি এমন ভাবে ঘরে তুলতে পারি যে এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করবে , তাহলে স্টিম কয়েনের দাম ব্যাপকভাবে বাড়ার সম্ভাবনা থাকবে। তাই আমি মনে করি আমার বাংলা ব্লগ থেকে একটি STEEM Based DeFi আনা দরকার।


এই সকল ডেভেলপমেন্ট এর জন্য কোন ধরনের ডেভলপার নিয়োগ দিতে হবে?

বর্তমানে ফ্রিল্যান্সারদের জয়জয়কার অবস্থা। আমরা চাইলে ঘরে বসেই বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের মাধ্যমে যে কোন ধরণের ডেভলপার হায়ার করতে পারি খুব সহজেই। বর্তমানে বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট অসংখ্য ব্লক চেইন ডেভলপার পাওয়া যায়। কিন্তু আমার মতে আপাতত আমাদের ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকে ডেভলপার হায়ার না করাই ভালো হবে।

কেননা যেহেতু স্টিম ব্লকচেইন কে ভিত্তি করে আমাদের সকল প্রজেক্ট, তাই আমার মতে বর্তমানে যে সকল উইটনেস কিংবা ডেভলপার স্টিমিট টিমের সাথে সরাসরি জড়িত কিংবা দীর্ঘদিন ধরে কাজ করছেন স্টিম ব্লকচেইন এর উপর ঐসকল ডেভেলপারদের মধ্য হতে যদি আমরা আমাদের প্রজেক্ট এর জন্য ডেভলপার নিয়োগ দিই তাহলে সবচেয়ে ভালো হয়। bangla.witness টিমের টিম লিডার থাকার সুবাদে স্টিমিট এর বেশ কয়েকজন টপ উইটনেস এবং ডেভেলপার এর সাথে আমার বেশ ভাল সম্পর্ক রয়েছে।

আমি মনে করি ডেভেলপার নিয়োগ-প্রক্রিয়ার যদি এমন হয়, @rme দাদা তার পোস্টে আমাদের সকল প্রজেক্ট নিয়ে একটি পোস্ট দিবেন এবং উক্ত পোস্টে বিভিন্ন ডেভেলপারদের আমন্ত্রণ জানানো হবে প্রজেক্টে হিসেবে কাজ করতে আবেদন করার জন্য । এরপর যারা আবেদন করবেন তাদের মধ্য থেকে যোগ্যদের কে নিয়োগ প্রদান করা হবে উক্ত প্রোজেক্টের জন্য।


ঐসকল ডেভলপমেন্ট কাজের জন্য বাজেট কত হতে পারে?

বাজেটের বিষয়ে শুরুতেই একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এখানে প্রতিটি ডেভলপমেন্ট কাজের জন্য আমাদের দুই ধরনের খরচ প্রয়োজন হবে, প্রথমটি হলো শুরুতে একটি বড় এমামাউন্ট প্রয়োজন হবে, এবং পরবর্তীতে প্রজেক্টিকে মেনটেনেন্স করার জন্য এবং উক্ত প্রোজেক্টের ডেভেলপমেন্ট কাজ চালু রাখার জন্য কিছু কন্টিনিউয়াস খরচ যাবে। এছাড়া সার্ভার খরচ সহ অন্যান্য খরচ তো আছেই।

আমি এখন যদি শুরুতে যে বড় অ্যামাউন্ট এর খরচ হবে সেটি হিসাব করি তাহলে , সর্বপ্রথম steemit.blog এর জন্য আমাদের যে পরিমাণ খরচ হতে পারে তার একটি আনুমানিক হিসাব দিচ্ছি- আমি মনে করি শুরুতে steemit.blog এর জন্য এর 10,000$ মতো খরচ হতে পারে। এরপর এটিকে মেনটেনেন্স এর জন্য প্রতি মাসে 400$ করে যেতে পারে। এরপর অ্যান্ড্রয়েড অ্যাপ এবং আইওএস অ্যাপস সম্বন্ধে যদি বলতে হয়, যেহেতু এটি আমাদের কমিউনিটির ডেভলপার ফয়সাল আমিন ভাই তৈরি করছেন । তাকে প্রতিনিয়ত পোষ্টের মাধ্যমে সাপোর্ট দেওয়া হচ্ছে। এছাড়া এই প্রজেক্ট এর শুরুতে তেমন কোন খরচ নেই, তবে সার্ভার খরচ সহ অন্যান্য আনুষাঙ্গিক কিছু খরচ আছে যেগুলো প্রতি মাসে 150$ ভিতরে হয়ে যাবে। এছাড়া NFT এবং DeFi প্রজেক্ট সম্বন্ধে আমার একটাই মন্তব্য যেহেতু এই দুইটি প্রজেক্ট একটি লাভজনক প্রজেক্ট তাই এর খরচের ব্যাপারটি আমরা পরবর্তীতে আলোচনা করবো ।


এই সকল ডেভেলপমেন্ট এর খরচ কোথায় থেকে আসবে?

আমি মনে করি এই সকল ডেভলপমেন্ট কাজের জন্য আমরা যদি একটি Multi chain DAO(Decentralized Autonomous Organization) গঠন করি। তাহলে সবচেয়ে ভালো হবে। ঐদিনের মিটিংয়ে দাদা তার বক্তব্যে DAO এর বিষয়ে বিস্তারিত বর্ণনা করেছেন। এ বিষয়ে আমার মতামত হল, বর্তমানে অনেক ব্লকচেইন এ স্মার্ট কনট্যাক্ট ভিত্তিক DeFi প্রজেক্ট রয়েছে। ঐ সকল DeFi প্রজেক্ট এ যদি 1,00,000$ এর fiat currency(USDT,USDC,BUSD) invest করা হয় । তাহলে ওখান থেকে যে পরিমাণ লভ্যাংশ আসবে সেটা Automatically DAO এর Fund এ জমা হবে। এবং DAO এর ফান্ড গুলো বিভিন্ন প্রজেক্টে খরচের ক্ষেত্রে আলাদা একটি গভর্নেন্স থাকবে, উক্ত গভর্নেন্স নিয়ন্ত্রণের জন্য একটি টোকেন ইস্যু করা হবে । ওই টোকেনটি যার কাছে যে অনুপাতে থাকবে সে, ওই অনুপাতে ভোট প্রদান করতে পারবে, DAO হতে কোন ফান্ড ট্রান্সফারের প্রপোজালে । তাদের ভোটিং এর উপর ভিত্তি করেই DAO থেকে ফান্ড ট্রানাস্ফার হবে।

কোন ফান্ড ট্রান্সফারের প্রপোজালে যদি ৫১ শতাংশ গভর্নেন্স ভোট পড়ে তবে সে ফান্ড ট্রান্সফার হবে DAO হতে । এখন প্রশ্ন হচ্ছে এ গভর্নেন্স এ কারা থাকবে, আমার মতে আমার বাংলা ব্লগের- ফাউন্ডার, কো-ফাউন্ডার, এডমিন,মডারেটর, এছাড়াও দাদার অন্যান্য যেসকল কমিউনিটি আছে উক্ত কমিউনিটির মডারেটর এবং আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বারগন উক্ত গভর্নেন্স এর অংশ থাকা উচিত। তবে এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, প্রথমে যে এক লক্ষ ডলার ইনভেস্ট করা হবে উক্ত ফান্ড টি কখনো ট্রান্সফারেবল ফান্ড হবে না। শুধুমাত্র ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্ত লভ্যাংশই DAO হতে গভর্নেন্স ভোটিং এর মাধ্যমে ট্রানস্ফার করা যাবে।


সম্পূর্ণ ডেভলপমেন্ট কাজে অ্যাডমিনিস্ট্রেশনে কে কে থাকবেন?

আমি মনে করি উক্ত প্রোজেক্ট গুলোতে অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বের জন্য আলাদা একটি টিম গঠন করা উচিত। এবং উক্ত টিমের প্রত্যেক সদস্যকে , প্রত্যেকটি আলাদা আলাদা প্রজেক্ট এর দায়িত্ব দেওয়া উচিত। যেমনঃ আমরা যদি ডেভেলপমেন্ট এর অ্যাডমিনিস্ট্রেশন টিমে 5 জন মেম্বার নেই, তাহলে পাঁচজন মেম্বারকে আলাদা আলাদা প্রজেক্ট দেখাশোনার দায়িত্ব দিতে হবে। এবং একজন থাকবেন অ্যাডমিনিস্ট্রেশন হেড। যিনি অ্যাডমিনিস্ট্রেশন টিমে থাকা সকল মেম্বার হতে প্রত্যেকটি প্রজেক্টে এর অগ্রগতি সম্বন্ধে খোঁজখবর নেবেন এবং তত্ত্বাবধান করবেন।

উপরের সকল মতামত আমার একান্ত ব্যক্তিগত মতামত। এসকল মতামত প্রাধান্য পাবে কিংবা প্রত্যেকটি প্রস্তাবনা বাস্তবায়ন হবে এমনটি নয়, এই সকল প্রস্তাবনার বাস্তবায়ন পুরোটাই নির্ভর করবে দাদার উপর। আমি শুধু আমার মতামত দিয়েছি , ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

সবগুলো ধারনা খুব কার্যকরী। কি করতে হবে, কিভাবে করা হবে, ফান্ড কিভাবে আসবে আর কারা যুক্ত থাকবেন, সবকিছু চমৎকার ভাবে বর্ননা করা হয়েছে। চমৎকার উদ্যোগ। এই কাজ শেষে স্টিমকে আমরা অন্য লেভেলে দেখতে পাব।

 2 years ago 

খুবই সুন্দর এবং বিস্তারিত ব্যাখ্যাসহ আপনার নিজস্ব মতামত তুলে ধরেছেন। অ্যাডমিনিস্ট্রেশনের জন্য টীম এর প্রস্তাতটি যথার্থ ছিলো, না হলে সঠিকভাবে দায়িত্বপালন করা সম্ভব হবে না। ধন্যবাদ

 2 years ago 

স্টিম ব্লকচেইন এর উপর ভিত্তি করে একটি নিজস্ব ব্লগিং ওয়েবসাইট।
স্টিম ব্লকচেইন এর উপর ভিত্তি করে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস।
স্টিম ব্লকচেইন এর উপর ভিত্তি করে একটি আইওএস অ্যাপস।
স্টিম ব্লকচেইন এর ব্লক এক্সপ্লোরার এবং স্টিম ব্লকচেইন এর গুরুত্বপূর্ণ কিছু টুলস নিয়ে একটি ওয়েবসাইট।
NFT(non-fungible token) প্রজেক্ট।
DeFi (Decentralized finance) প্রজেক্ট।

উপরে আলোচ্য আপনার প্রত্যেকটা পয়েন্ট ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি। এর মাধ্যমে সাধারণ ইউজার থেকে শুরু করে সবাই সব রকমের সুযোগ সুবিধা করে ব্লক চেইন ইউজ করতে পারবে।
বিশেষ করে অ্যান্ড্রয়েড অ্যাপস এবং আউস অ্যাপস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

steemit.blog আমরা এমন ভাবে সাজাবো যাতে করে এখানে আমাদের প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ টুলস গুলো থাকে, যেমনঃ ডেলিগেশন সিস্টেম, exchange, transfer filtering ইত্যাদি ।

যেহেতু steemit.com মাঝে মাঝে ডাউন হয়ে যায় যার কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সময় ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এর জন্য steemit.bloge আমাদের অত্যন্ত জরুরিভাবে দরকার।
বিশেষ করে গুরুত্বপূর্ণ টুলস গুলি, যেমনঃ ডেলিগেশন সিস্টেম, exchange, transfer filtering

আপনার সম্পূর্ণ পোস্টটি ভালভাবে পড়লাম আপনার মতামত গুলো যথার্থ স্থান পাওয়ার যোগ্য।। এখন সব থেকে বড় ব্যাপার হলো আমাদের @rme যেভাবে সবগুলো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এতে করে সব ধরনের সফলতা খুবই নিকটে আমি মনে করি।

 2 years ago 
আসলে এত সুন্দর একটি প্রস্তবনা এত সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আমাদের সম্মানিত এডমিন আরিফ ভাই কে প্রথমে আমার অন্তরের অন্তস্তল থেকে অসংখ্য ধন্যবাদ।আসলে দিন দিন যেভাবে স্টিমিটে প্লাটফর্ম এর পরিধি বৃদ্ধি পাচ্ছে এবং স্টিমিট প্ল্যাটফর্মকে আরো বেশি শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা একটি সময়োপযোগী চিন্তা।আমারও চাই এই প্লাটফর্ম আরো শক্তিশালী হউক। আর এ কাজ করার জন্য আপনাদের সকল চিন্তাচেতনার সাথে আমি সহমত পোষণ করছি।আর এটা আমি মনেকরি, দাদা এবং আমার বাংলা ব্লগের সকল এডমিন ও মডারেটরা যা করবেন আমাদের ভালোর জন্য করবেন।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আপনার এত সুন্দর মতামত আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Check out the Daily True Story to Learn from :
https://steemit.com/@dailystory

 2 years ago 

স্টিমিটের ডেভলপমেন্ট নিয়ে আপনার মতামতগুলো যুক্তিযুক্ত ছিল।

প্রথমত নিজস্ব ব্লগিং ওয়েবসাইট এবং একটি স্বতন্ত্র এপস থাকলে ভীষণ উপকার হবে আমাদের জন্য। বিশেষ করে সার্ভার ডাউনের কারনে অনেক সময় কাজের বেশ অসুবিধা হয়ে যায়। আর নিজস্ব এপসে পোস্ট সহায়ক টুলস এবং ডেলিগেশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংযুক্ত হলে বেশ সুবিধা হবে সবার জন্য।

বর্তমান সময়ে NFT বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। স্টিম ভিত্তিক NFT প্রজেক্ট চালু করা হলে এটা বেশ জনপ্রিয় হয়ে উঠবে বলে আমি মনে করি।
তাছাড়াও DEFI বেশ গুরুত্বপূর্ণ আমাদের জন্য।

সবমিলিয়ে অর্থায়নের বিষয়টি চমৎকার গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই।

Check out the Daily True Story to Learn from :
https://steemit.com/@dailystory

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

ভাইয়া, স্টিমিটের ডেভলপমেন্ট নিয়ে আপনার নিজস্ব মতামত দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে দাদা আপনাদেরকে নিয়ে একটি মিটিং করেছেন এমন কি, আপনাদের প্রত্যেককে ডেভেলপমেন্টের উপরে নিজস্ব মতামত দিতে বলেছেন এই বিষয়টা অনেক ভালো একটি উদ্যোগ নিয়েছে। আপনার প্রত্যেকটা মতামত আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম। প্রত্যেকটা বিষয় একদম ক্লিয়ার ভাবে লিখেছেন। আমার কাছে আপনার প্রত্যেকটা মতামত যথার্থ মনে হয়েছে। এই সকল পয়েন্টগুলো যদি বাস্তবায়ন করা হয় তাহলে মনে হয় ভালোই হবে। এসব বিষয়গুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

Check out the Daily True Story to Learn from :
https://steemit.com/@dailystory

 2 years ago 

আরিফ ভাই প্রথমে জানাই আমার অন্তরের অন্তস্তল থেকে অনেক ধন্যবাদ ৷ যে স্টিমিট প্ল্যাটফর্মকে আরো উন্নত শিখরে পৌছে মোর জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় গুলো ধরেছেন ৷ যদিও প্রায় কয়েক মাস আগেই দাদা এ বিষয় গুলো প্রতি হ্যাংআউট এসবের নিয়ে কথা বলে ৷ তবে এ কথা গুলো মন্দ নয় ৷ প্রতিটি কথা স্টিমিট প্ল্যাটফর্মকে একটি উন্নত শিখরে পৌছানোর জন্যই ৷ তবে আপনার কথা গুলোর সাথে আমি একমত পোষন করছি ৷ যদিও এখন সবকিছুর উপরে দাদা ৷

Check out the Daily True Story to Learn from :
https://steemit.com/@dailystory

 2 years ago 

সময় উপযোগী চিন্তাভাবনা ও তথ্য। সর্ব সাধারণের জন্য যেহেতু শেয়ার করেছেন, আশাকরি আমাদের সদস্যরা বুঝে শুনে উত্তর প্রদান করবেন।

আর যদি নিজের মতামত প্রকাশ করি, তাহলে বলবো বড় দাদা যে উদ্যোগ গ্রহণ করেছেন, তা সফল হলেই আমরা সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করবো।

Check out the Daily True Story to Learn from :
https://steemit.com/@dailystory

 2 years ago 

আপনার মতামত গুলো প্রাধান্য পাবে কিনা কিংবা প্রত্যেকটি প্রস্তাবনা বাস্তবায়ন হবে কিনা এটা হয়তো আমরা কেউ জানিনা। কিন্তু আপনার ব্যক্তিগত মতামত হলেও আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে আমরা সবাই চাই আমাদের কাজের জায়গাটা অনেক স্বচ্ছ এবং সুন্দর হোক। আমাদের নিজস্ব ব্লগিং অ্যাপস অথবা এন্ড্রয়েড অ্যাপস এসবগুলোই আমাদের কাজের জায়গাটা অনেক প্রসারিত করবে।
স্টিম বেইসড একটি NFT তৈরি, এই প্রস্তাবটিও অনেক কার্যকরী হবে।

Check out the Daily True Story to Learn from :
https://steemit.com/@dailystory