You are viewing a single comment's thread from:

RE: স্টিমিটের ডেভলপমেন্ট নিয়ে আমার নিজস্ব মতামত।

in আমার বাংলা ব্লগ2 years ago

স্টিম ব্লকচেইন এর উপর ভিত্তি করে একটি নিজস্ব ব্লগিং ওয়েবসাইট।
স্টিম ব্লকচেইন এর উপর ভিত্তি করে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস।
স্টিম ব্লকচেইন এর উপর ভিত্তি করে একটি আইওএস অ্যাপস।
স্টিম ব্লকচেইন এর ব্লক এক্সপ্লোরার এবং স্টিম ব্লকচেইন এর গুরুত্বপূর্ণ কিছু টুলস নিয়ে একটি ওয়েবসাইট।
NFT(non-fungible token) প্রজেক্ট।
DeFi (Decentralized finance) প্রজেক্ট।

উপরে আলোচ্য আপনার প্রত্যেকটা পয়েন্ট ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি। এর মাধ্যমে সাধারণ ইউজার থেকে শুরু করে সবাই সব রকমের সুযোগ সুবিধা করে ব্লক চেইন ইউজ করতে পারবে।
বিশেষ করে অ্যান্ড্রয়েড অ্যাপস এবং আউস অ্যাপস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

steemit.blog আমরা এমন ভাবে সাজাবো যাতে করে এখানে আমাদের প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ টুলস গুলো থাকে, যেমনঃ ডেলিগেশন সিস্টেম, exchange, transfer filtering ইত্যাদি ।

যেহেতু steemit.com মাঝে মাঝে ডাউন হয়ে যায় যার কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সময় ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এর জন্য steemit.bloge আমাদের অত্যন্ত জরুরিভাবে দরকার।
বিশেষ করে গুরুত্বপূর্ণ টুলস গুলি, যেমনঃ ডেলিগেশন সিস্টেম, exchange, transfer filtering

আপনার সম্পূর্ণ পোস্টটি ভালভাবে পড়লাম আপনার মতামত গুলো যথার্থ স্থান পাওয়ার যোগ্য।। এখন সব থেকে বড় ব্যাপার হলো আমাদের @rme যেভাবে সবগুলো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এতে করে সব ধরনের সফলতা খুবই নিকটে আমি মনে করি।