ঠিক বলেছেন ছোট মাছ শরীরের জন্য অনেক উপকারী। আপনি দেখছি টমেটো দিয়ে অনেক সুন্দরভাবে ছোট মাছের ঝোল করেছেন যেটি দেখে মনে হচ্ছে অনেক মজার হয়েছে ।এই ছোট মাছ অনেকেই খেতে চায় না। কিন্তু আসলেই রান্না করার পর অনেক ভালো লাগে। যারা খাই তারাই বোঝে। ধন্যবাদ এত সুন্দর লবণীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল।